বিনোদন

নন্দন চত্বরে কেকে-কে শ্রদ্ধার্ঘ্য জানাতে ১০০ জনের কন্ঠে কেকে-র গান‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল! ভাইরাল ভিডিও’

শিল্পীদের কখনো মৃত্যু হয় না, তারা অমর থেকে যান ঠিক যেমনভাবে চলে গেলেন কে কে। রয়ে গেলো তার অমর সৃষ্টি, তার কন্ঠ, আর এক একটা গান। গত মঙ্গলবার কলকাতার‌ নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় শিল্পী কেকে। তার মৃত্যুর পর নস্টালজিয়ায় ভাসছেন সকলে। কেকের মৃত্যু যেন সকলকে তার ছোটবেলা মনে করিয়ে দিয়েছে এক ঝটকায়। তার গান শুনেই যে ছোটো থেকে বেড়ে ওঠা তাই তার মৃত্যুর শোক এখনো অবধি ভুলতে পারছে না তার অসংখ্য অনুরাগীরা।

আরও পড়ুন: কলকাতার দুর্গা পুজোর থিমে এবার কেকে আর তার গান! এভাবেই গায়ককে শ্রদ্ধা জানাবে মহানগরী!

সঙ্গীতজগত থেকে শুরু করে শহর কলকাতা হোক বা মুম্বাই এখনো কেকে-র অকালপ্রয়াণের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি। কি অদ্ভুত জীবন, সোমবার যিনি গিটার হাতে পা রাখলেন কলকাতায় বুধবার কফিনবন্দি হয়ে ফিরে গেলেন তিনি মুম্বাই। জীবিত হিসেবে ফিরে এসে মরদেহ ফিরে গেল তার! তাঁর মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়ে ছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কে কে কে শ্রদ্ধা জানাতে অনুপম রায় ইতিমধ্যে নজরুল মঞ্চে তার গাওয়া গান গেয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। কলকাতায় দূর্গা পুজায় এবার থিম হিসেবে কেকে উঠে আসবেন বলেও জানা গেছে।

রবিবার কে কে -কে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন চত্বরে হাজির হয়েছিলেন প্রায় ১০০ জন গায়ক, গিটারিস্ট। সমবেত কণ্ঠে তারা গিয়ে ওঠেন কেকের গান। কেকের প্রথম অ্যালবাম ‘পল’ এর জনপ্রিয় গান,‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’- গাইলেন তারা। এই ভাবেই গায়ককে শেষ শ্রদ্ধার্ঘ্য জানালেন ১০০ গায়ক। বি গার্ডেন বাস্কারস আয়োজন করেছিলো এই শ্রদ্ধার্ঘ্যের। শান্তনু, দেবজিৎ, রিমা, সুমিত- এই চারজনের উদ্যোগেই ১০০ জন গায়কের জমায়েতে আসার কথা ছিলো। রবিবার দেখা গেল এই দিন সব মিলিয়ে উপস্থিত হয়েছেন ৩০০ জন। তারপর সকলে মিলে গিয়ে উঠলেন কেকের গান, আর একবার কেকে-কে স্মরণ করলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও।

আরও পড়ুন: প্রেমিকা, দ্বিতীয় বউ থেকে এবার শোভনের শাশুড়ি মা বৈশাখী! শোভনকে জামাইষষ্ঠী খাইয়ে আশীর্বাদও করলেন বৈশাখী!

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার নজরুল মঞ্চে শেষবার ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ গেয়েই মঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন কে কে, কেই বা জানতো এই গান তার জীবনের ধ্রুব সত্য হয়ে উঠবে!

Related Articles

Back to top button