বিনোদন

লাজলজ্জা ভুলে বাবার সামনে বিকিনি পরে কেক কাটলো আমির খানের কন্যা ইরা! ছবি নিয়ে ছি ছি পড়লো চারিদিকে

স্টার কিড যারা হন তারা নিজেরা সিনেমা না করলেও সব সময় লাইমলাইটে থাকেন। কারণ তাদের বাবা-মায়ের পরিচিতির সুবাদে তারাও তারকাসুলভ খ্যাতি লাভ করে ছোট থেকে। ঠিক যেমন আমির কন্যা ইরা খান। বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আমিরের কন্যা হওয়ার সুবাদে তাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস কিছু কম নয়। সম্প্রতি ২৫ বছরে পা রাখলেন ইরা আর ইরার জন্মদিন সেলিব্রেশনের কিছু ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন ইরা। কিন্তু কেন জন্মদিনের ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হলেন তিনি?

আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাথে কাজ করি না’! স্টারকিড না হ‌ওয়ায় আয়ু্ষ্মানকে এভাবেই ফিরিয়ে দিয়েছিলেন করন

৮ ই মে রবিবার ইরা খানের ২৫ বছরের জন্মদিন সেলেব্রেশন করা হয়। এইদিন দুবার কেক কেটে ছিলেন ইরা। একটি কেক কাটার ছবি শেয়ার করেছিলেন নুপূর। হোয়াইট কালারের শার্ট পরে
খোলা চুলে সেই ছবিতে কেক কাটতে দেখা যায় ইরাকে। ছবিটি শেয়ার করে নুপূর লিখেছিলেন “হ্যাপি বার্থডে মাই লাভ‌। আই লাভ ইউ বাবস!” – এছাড়া বন্ধুদের নিয়ে রাতের পার্টির কিছু ছবি শেয়ার করেন ইরাও। কিন্তু এগুলো নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি।

পুল পার্টির পর ইরার কেক কাটার ছবিটি দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন নেটাগরিকরা। এইদিন ইরার জন্মদিন সেলিব্রেট করার জন্য একটি পুল পার্টির আয়োজন করা হয়েছিলো। সেখানে আমির খান, রিনা দত্ত, বয়ফ্রেন্ড নুপূর শিখর ও সৎভাই আজাদ রাও খান‌ও উপস্থিত ছিলেন। এই ছবিতে ইরাকে মাল্টি কালারের বিকিনি পরে দেখা যায়।

আরও পড়ুন: বিয়ের পর স্ত্রী ডোনাকে নিয়ে গিয়েছিলেন রাজস্থান, দু রাত চোখের পাতা এক করতে পারেননি দাদা! আসল কারণ ফাঁস করলেন দাদাগিরির মঞ্চে

ছবিতে ইরার সাথে থাকা আমির ও আজাদ দুজনেই শার্টলেস অবস্থায় ছিলেন। তাদের দেখে বোঝাই যাচ্ছিল পুলের জল থেকে উঠে ভেজা গায়েই কেক কাটা দেখতে জড়ো হয়েছেন তারা। এই ছবিতে দেখা যায় ইরা মুখটি কেকের দিকে নামিয়ে ফুঁ দিচ্ছেন মোমবাতিতে। তিনি বিকিনি পরে থাকার জন্য তার ক্লিভেজ স্পষ্টরূপে ফুটে উঠছিল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা ট্রোল করতে শুরু করেন। বাবার সামনে বিকিনি পরে কেক কাটাটাকে অশালীন বলে মনে করেছেন নেটিজেনদের একাংশ। পুল পার্টির এই ছবির কমেন্ট বক্স দেখলেই তা বোঝা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এই ছবির কমেন্ট বক্সে প্রচুর মানুষ ট্রোলিং করেছেন। কেউ লিখেছেন, ‘এটা বার্থডে পার্টি না পুল পার্টি?’কেউ আবার লিখেছেন, ‘এরকম জন্মদিনের পার্টি বাবার জন্মে দেখিনি!’ বাবার সামনে বিকিনি পরে কেক কাটার জন্য কেউ আবার ছি ছি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ইরা খানের অভিনয়ে আসার ইচ্ছা একেবারেই নেই তিনি পরিচালনা করতে চান। Medea নামক একটি নাটক পরিচালনার মধ্য দিয়ে ইতিমধ্যেই পরিচালনার কাজে হাতে খড়ি করে ফেলেছেন তিনি।

Related Articles

Back to top button