বিনোদন

শাসক দল ঘনিষ্ঠ না হওয়ায় বঙ্গ সম্মানে পুরস্কৃত হলেন না জনপ্রিয় অভিনেতা জিৎ! মহানায়ক পুরস্কার পেলেন সোহম এবং নুসরাত! তা নিয়েই চলছে তুমুল সমালোচনা

চলতি বছরে বেশ কয়েকটি বিষয়ে তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া। তাদের মধ্যে একটি বিষয় হলো পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে বঙ্গ সম্মান এর আয়োজন করা। বঙ্গ সম্মানে ভূষিত হয়েছেন বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী। সেই লিস্ট সামনে আসতেই চোখ কপালে উঠেছে সাধারণের। নুসরাত ও সোহমের মতো অভিনেতা-অভিনেত্রী যারা শাসকদল ঘাসা, তারা বঙ্গ সম্মানে ভূষিত হচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন টলি জগতের অভিনয়ের সঙ্গে যুক্ত জনপ্রিয় অভিনেতা জিৎ কোন সম্মান পাননি।

এসএসসি দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি কাণ্ডে আপাতত অস্থির পরিস্থিতি যাচ্ছে রাজ্য রাজনীতিতে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতার সম্পত্তি এবং উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এসবের মাঝেই সামনে আসছে বঙ্গ সম্মানেও দুর্নীতি। নেটিজেনদের দাবি একমাত্র তারাই বঙ্গোসম্মানে ভূষিত হচ্ছেন যারা কিনা তৃণমূলের সাথে যুক্ত। আবার অনেকে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অভিনেতা জিৎ যেখানে দেবেরও আগে থেকে সিনেমা জগতের সঙ্গে যুক্ত এবং একের পর এক হিটস দিয়ে গেছেন দর্শকদের তারপরেও তিনি কেন কোনো বঙ্গ সম্মান পাচ্ছেন না?

মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা সোহম। আর এরপরেই চলছে এই দুই অভিনেতা অভিনেত্রী কে নিয়ে তুমুল সমালোচনা। নুসরাত এবং সোহমের সিনেমার লিস্ট দেখলে বোঝা যায় তাদের কাজ সম্বন্ধে। তারপরেও কিভাবে তারা মহানায়কের মত এত উচ্চমানের সম্মানে ভূষিত হতে পারেন। একমাত্র তৃণমূল ঘেঁষা অভিনেতা অভিনেত্রীরাই বঙ্গসন্মানে ভূষিত হচ্ছেন এই বিষয়ে কি সত্যিই অবাককর নয়! অন্যদিকে জনপ্রিয় অভিনেতা জিৎ বঞ্চিত হচ্ছেন বিভিন্ন বঙ্গ সম্মান থেকে! তার কারণ কি একটাই যে তিনি শাসক দল ঘনিষ্ঠ নন?

চলতি বছরে ‘বঙ্গভূষণ’ পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, জুন মালিয়া, গায়িকা ইমন চক্রবর্তী, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়-রা। এদের নিয়ে কোন প্রকার প্রশ্ন না উঠলেও প্রশ্ন উঠছে সোহম ও নুসরাতকে নিয়ে। তবে এই বিতর্কে এখনো নিজে থেকে কিছু বলেননি অভিনেতা জিৎ। অভিনেতার ক্যারিয়ারের শুরু থেকেই আমরা সকলেই জানি উনি এসব বিতর্কে আসতে একদম পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়াতেও খুব কম দেখতে পাওয়া যায় অভিনেতাকে। তাহলে কি এত বিতর্কের কোন কিছুরই আঁচ পাননি অভিনেতা? নাকি পেয়েও এ বিষয়ে জড়াতে চাননি তিনি?

Related Articles

Back to top button