“কোয়েল কোন দল বেছে নেবে ওটা ওর ব্যাপার কিন্তু ওকে মুখ্যমন্ত্রী হতে হবে!” কোয়েলের জন্মদিনে অকপট অভিনেতা হিরন

টলিউডের একেবারে ছক ভাঙ্গা একজন নায়িকা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। সব দিক দিয়েই যাঁকে একটু ব্যতিক্রমী এবং প্রতিভাধর বলা যায়। বৃহস্পতিবার ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের ৪০ তম জন্মদিন। সেই জন্মদিনে সহ অভিনেত্রী তথা ভালো বন্ধুর সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আর এক অভিনেতা হিরন। হিরনের প্রথম ছবিতে প্রবেশ ঘটেছিল ২০০৭ সালে। ‘নবাব নন্দিনী’ ছবিতে কোয়েল ছিলেন হিরনের প্রথম ছবির নায়িকা। অভিনেতা জানিয়েছেন, বড়ো সংস্থায় কর্মরত ছিলেন তারপর সেই পেশা ছেড়ে অভিনয়ে চলে আসা ঠিক সেই মুহূর্তে অভিনয় সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। সেই সময় একেবারে হাতেধরে যাকে বলে ঠিক সেইভাবে অভিনয় থেকে অভিনয়ের খুঁটিনাটি সব কোয়েল শিখিয়েছিলেন তাঁকে।
হিরন নিজের প্রিয় বন্ধুর জন্মদিন নিয়ে জানিয়েছেন, একটা সময়ের পর হলেও অভিনেত্রীদের বয়স নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় কিন্তু কোয়েল একমাত্র অভিনেত্রী যাঁকে দেখে বয়সের কথা মাথায় আসেনা , একেবারে বরাবরের মত এখনও রোদের মতোই ঝলমল করে। কোয়েলের সাথে অভিনেতার মোট চারটি ছবি করা, ‘নবাব নন্দিনী’ দিয়ে শুরু তারপর ‘জ্যাকপট’, ‘চিরসাথী’, ‘মন যে করে উড়ু উড়ু’। অভিনয়ের প্রথম দিনের কথা অভিনেতা স্মৃতিচারণ করে জানিয়েছেন, প্রথমের দিকে মেকআপের এত বহর ছিল। অভিনেতা অভিনেত্রীরা সবাই একসাথে পরিচালকের সাথে তখন খাওয়া দাওয়া সেরে নিতেন। তবে হিরনের পছন্দ ছিল সেদ্ধ খাওয়ার বেশি কিন্তু অভিনেত্রী কোয়েল আবার নিজে একজন নায়িকা হয়েও বেশি খেতেন, বড়ো রেস্তোরাঁর খাওয়ার। কোয়েলের পছন্দ নিয়ে বলতে গিয়ে হিরন জানিয়েছেন, আলুর চিপস বাড়িতে বানানো খুব খেতে পছন্দ করতেন। শুটিং এর অবসরে অভিনেত্রী চিপস খেতেন আবার হিরনের সাথে থাকতে থাকতে অভ্যেস হয়ে গিয়েছিল।
একবার এক গরমের দিনের অভিজ্ঞতা মনে করেছেন অভিনেতা। গরমের মধ্যে শুটিং এ ব্যস্ত ছিলেন সেইসময় হিরনের কাছে এখনের মত সানস্ক্রিন থাকত না কিন্তু কোয়েল বলেছিল মেখে নিতে। বাকিদের থেকে চাওয়ার পরেও অভিনেতা পায়নি এই কথা জানার পর থেকেই কোয়েল নিজের সানস্ক্রিন হিরন কে দিয়ে বলেছিল এরপর থেকে ওটাই সবদিন ব্যবহার করতে। এতটাই বড়ো মনের মানুষ ছিল। তারপরেই অভিনেতা যত শো করেছেন সব শিখে নিয়েছেন কোয়েলের থেকে। হাতেধরে সবটা শেখাতেন তিনি। টলিউডের একেবারে ব্যতিক্রমী একজন নায়িকা কোয়েল মল্লিক। তবে হিরন জানিয়েছেন, অভিনেত্রী যে শুধু অভিনয়ের ক্ষেত্রে দক্ষ সেকথা নয় একইসাথে নাচ, গান, পড়াশোনা সবেতেই সেরা। ভবানীপুরের মল্লিক বাড়িতে একবার অভিনেত্রীর সাথে গিয়েছিলেন হিরন , কোয়েলের ঠাকুমার সাথে পরিচয় হওয়ার পর বুঝেছিলেন কোয়েলের এত ভালো আচার ব্যবহারের রহস্য এই পরিবার থেকে মানুষ হয়ে ওঠা।
হিরন মনে করেন কোয়েল অভিনয় ছাড়া নাচ গান বা পড়াশোনা নিয়ে থাকলেও সেরাই হতেন। তবে একসময় তিনি মনে করতেন কোয়েল মল্লিক রাজনীতির জগতে প্রবেশ করলেও সফল হতেন। তবে অভিনেতার মতে তিনি , কোয়েলকে একজন মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান। জয়ললিতা দক্ষিণের রাজনীতি যেভাবে সামলেছেন ঠিক সেরকম ভাবেই , কোয়েল কোন দল বেছে নেবে? সেটা ওর ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী ওকেই হতে হবে। তবে অভিনেত্রীর সাথে হিরনের বন্ধুত্ব নিয়েই বহুজন প্রশ্ন তুলেছেন এত ভালো মেয়ের সাথে প্রেম করতে কেনো ইচ্ছে হয়নি। সেক্ষেত্রে অভিনেতার স্পষ্ট জবাব, পেশাজীবনে আমি ভীষণ মেপে চলি। বাস্তবের সঙ্গে অভিনয়কে গুলিয়ে ফেলি না। তবে জানিয়েছেন, কোয়েলের সাথে শুধুই মানায় নিসপাল সিং রানেকে। বন্ধুর জন্মদিনের এভাবেই বহু অজানা তথ্য সামনে এনেছেন হিরন।