বিনোদন

“আমারই ট্যাক্সের টাকায় মান্না হল সবুজ.. পুজো উঠলো রাঙা হয়ে” – পুজো কমিটিগুলির অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করায় শাসকদলকে শব্দের বানে বিধলেন অভিনেতা ঋত্বিক

পশ্চিমবঙ্গে প্রত্যেক বছরই দুর্গোৎসবকে খুবই বড় করে উদযাপন করা হয়ে থাকে। কারণ আমরা সকলেই জানি এরা যে বেশিরভাগ মানুষই বাঙালি আর বাঙ্গালীদের মহোৎসব দুর্গোৎসব। আর সেই কারণে বড় বড় ক্লাবগুলিকে অনুদান দিয়ে থাকেন শাসকদল। বর্তমানে তাদের অনুদান হিসেবে ধার্য ছিল ৫০ হাজার টাকা। এই ৫০ হাজার টাকা চলতি বছরে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা।

গত সোমবার মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির টাকা বাড়ানো প্রসঙ্গে ঘোষণা করেন। যে এবছর ৫০ হাজার টাকার জায়গায় প্রত্যেকটি পুজো কমিটিকে দেওয়া হবে ৬০ হাজার টাকা করে। সারা বাংলা জুড়ে ৪৩ টি রেজিস্টার্ড ক্লাব আছে। তাদের প্রত্যেককেই দেওয়া হবে ৬০ হাজার টাকা করে। এ ঘোষণা হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। এবার নেটিজেনদের এই সমালোচনায় সায় দিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

আমরা সকলেই জানি ঋত্বিক খুবই মুখরা ছেলে। শঠে শঠ্যাং মতবাদে বিশ্বাসী অভিনেতা। এর আগেও শাসকদলের উচ্চপদস্থ কর্মচারী পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি দুর্নীতি মামলা নিয়ে মুখ খুলে ছিলেন অভিনেতা। আবারো একবার তিনি পুজো কমিটির টাকা ১০ হাজার বারানো নিয়ে মুখ খোলেন। অভিনেতা বলেছেন, “আমারই ট্যাক্সের টাকায় মান্না হল সবুজ.. পুজো উঠলো রাঙা হয়ে”।

অভিনেতার এরূপ মন্তব্যে সায় দিয়েছে নেট দুনিয়া। অভিনেতার এর পোষ্টের কমেন্ট বক্সেই উগরে দিয়েছেন খুব নেটিজেনরা। আবার যদিও অনেকেই শাসকদলের আরেক উচ্চ পদস্থ কর্মচারী রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ধর্মযুদ্ধ তে ঋত্বিকের অভিনয় করা নিয়ে কটাক্ষ করেছেন।

নেটিজেনদের একাংশের পুজো কমিটি টাকা বাড়ানো নিয়ে অভিযোগ হল, “রাজ্যবাসীর করের টাকায় ক্লাবগুলোকে তোষণ করা হচ্ছে”। এদিকে পুজো কমিটির টাকা বাড়ায় পুজো কমিটিগুলির মধ্যে হাসি কিন্তু বেশ চওড়া। অনেকেই আবার শাসক দলের এরূপ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। আর এ সমালোচনার পাশে দাঁড়িয়েছেন অভিনেতার ঋত্বিক।

Related Articles

Back to top button