অভিনেতা মাধবন পুত্র বেদান্ত জিতে আনলেন দেশের হয়ে রূপো! সোনার ছেলে বলে প্রশংসায় ভরালেন নেটিজেনরা

বিখ্যাত অভিনেতা মাধবনের পুত্র এবার দেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশের হয়ে রূপো জিতে এনেছে বেদান্ত। অভিনেতা ছেলের জন্য গর্ব প্রকাশ করার পাশাপাশি সারা দেশের দর্শকরা গর্ব বলেছেন বেদান্ত কে। নেটিজেনদের সবার একটাই মত, সোনার ছেলে বলে আখ্যা দিলেন বেদান্ত কে। Danish Open ২০২২ টুর্নামেন্টে ফ্রি স্টাইল সাঁতার বিভাগে রুপোর মেডেল জিতে এনেছেন বেদান্ত। এই ছবি অভিনেতা মাধবন নিজে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মাধবন ছেলের এই কীর্তির কথা শেয়ার করে লিখেছেন, ভগবানের আশীর্বাদ সাথে সবার একসাথে শুভ কামনার কারণে বেদান্ত এত বড় সফলতা অর্জন করতে পেরেছে। সেইসঙ্গে তিনি ছেলের কোচ হিসেবে প্রদীপ স্যার কেউ ধন্যবাদ জানাতে ভোলেননি। তবে তিনি যে কত বড় মনের মানুষ প্রকাশ পেয়েছে কেবল নিজের ছেলেকে নিয়েই নন তার সাথে সাথে ওই একই বিভাগে সজন প্রকাশ নামের আরও একজন সোনা জিতেছে। একইসাথে তিনি তাঁর জন্যও গর্ব প্রকাশ করেছেন। তিনি নিজেকে একজন ক্যান্ডির দোকানে দাঁড়িয়ে থাকা ছোট শিশুর সাথে তুলনা করেছেন।
তবে এই সাফল্য শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। এশা দেওয়াল এবং নম্রতা শীরোদ কার সবাই শুভেচ্ছা জানিয়েছেন। একে একে তারকারা সবাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । সবাই একবাক্যে বেদান্তের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অন্যদিকে ভক্তরা তো শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ সমালোচক আরিয়ানের প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলেছেন, ছেলের জন্য শাহরুখকে কত ঝামেলার মধ্যে পড়তে হলো কিন্তু ছেলে তো এরকম হওয়া উচিত যার জন্য বাবা মা গর্ব বোধ করবে। মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের যদিও পরে জামিনে মুক্ত হয়ে বর্তমানে সে নিজের কেরিয়ারে মন দিয়েছে।
মাধবনের ছেলে বেদান্ত ১৬ বছর পূর্ণ করেছে আগের বছর। ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেতা। ১৯৯৯ সালে তিনি প্রেমিকা সরিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপর থেকে তাঁদের জীবনে কোনো অশান্তির আঁচ পর্যন্ত আসতে পারেনি। তাদের নিয়ে কখনও কোনো গুজব পর্যন্ত শোনা যায়নি। স্ত্রী , পুত্র কে নিয়ে এইভাবে সুন্দরভাবে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন অভিনেতা।
View this post on Instagram