বিনোদন

সুপারস্টার সোহমের মতো মানুষ হয়না! আহত ব্যক্তিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করালেন অভিনেতা সোহম চট্টোপাধ্যায়, নিজের এই কাজের জন্য অসংখ্য নেটিজেনদের থেকে পেলেন প্রশংসা

বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও নেমে পড়েছেন অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। একদম অল্প বয়স থেকেই অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ছোট থেকেই তার অভিনয় ছিল চোখে পড়ার মতো। গত কয়েক বছর হল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন সোহম। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটেও দাঁড়িয়েছেন তিনি। গত বৃহস্পতিবার দিনই সোহম নিজের বিধানসভা কেন্দ্র চন্ডিপুরে গিয়েছিলেন কাজের সূত্রে। সেখান থেকেই যখন কলকাতায় ফিরছিলেন রাস্তায় তিনি এক আহত ব্যক্তিকে দেখতে পান। আর ঠিক সেই সময়ে গাড়ি থামিয়ে ঐ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ছোটেন তিনি।

পরে জানা যায় আহত ওই ব্যক্তির নাম আশিস। পেশায় তিনি একজন পান ব্যবসায়ী। তার বাড়ি তমলুকের নাইকুরিতে। এইদিন সন্ধেবেলায় নিমতৌড়ির পানের আরদ থেকে বাইকে করে ফেরার পথে কুমারগঞ্জে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপরই রাস্তায় পড়ে আহত হন। সন্ধ্যে নেমে এলে কাউকেই তিনি সাহায্যের জন্য পাইনি ওখানে। তাই রাস্তাতেই পড়ে থাকতে হয় আহত অবস্থায়। এর পরেই গাড়ি করে ফেরার পথে সোহম ওই ব্যক্তিকে দেখতে পায় এবং ওই ব্যক্তিকে ওই আহত অবস্থায় উদ্ধার করে তখনও আশিস বাবুর মাথায় ঝরছে রক্ত।

আশীষ বাবুকে দেখে গাড়ি থামাতে বলে সোহম। সেই সময় তার সঙ্গে সেই গাড়িতে ছিল রাজনৈতিক পরামর্শদাতা সৌমজিৎ সেন। এরপর অভিনেতা বিধায়ক সোহম চট্টোপাধ্যায় এর সুপারিশে আহত ওই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আশীষ বাবুর বাড়ির লোক কেও খবর দেয়া হয় সোহমের টিমের তরফ থেকে।

তবে ওই ব্যক্তির দুর্ঘটনার কবলে কি করে পড়লেন তা এখনো জানা যায়নি। কারণ সোহমের গাড়ি পৌঁছানোর আগেই ওই ব্যক্তি রাস্তাতে আহত অবস্থায় পড়েছিলেন।

Related Articles

Back to top button