“আমি সিঙ্গেল”! পিয়ার সঙ্গে সম্পর্ক কে ‘গুজব’ বললেন পরমব্রত, দুজনের সম্পর্কের বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হওয়া নিয়ে দুষলেন অনলাইন নিউজ পোর্টালকে

পরমব্রত চট্টোপাধ্যায়, টলিউডের এক নামকরা ব্যক্তিত্ব। একাধারে তিনি অভিনেতা, পরিচালক ও প্রযোজক। সাধারণত টলিউডের ব্যক্তিত্বদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকা খুবই স্বাভাবিক। দু’বছর আগে পর্যন্ত আমরা সকলেই জানতাম পরমব্রত তাঁর ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। আর সেই বিশেষ মানুষটি হলেন এক বিদেশিনী চিকিৎসক। তবে মাঝের করোনাকালে সেই বিদেশিনী চিকিৎসক অর্থাৎ নেদারল্যান্ডের ইকার সাথে তাঁর সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তারপরেই এক অদ্ভুত গুঞ্জন শোনা যায় টলিউডের আর এক জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সাথে নিয়ে। শোনা গিয়েছিল অনুপম ও পিয়ার বিবাহ বিচ্ছেদের নেপথ্যেও ছিলেন পরমব্রত। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি অভিনেতা।
তবে সম্প্রতি এক বিশিষ্ট নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, ” আমি সিঙ্গেল”। পিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নাকি শুধুই গুজব। এছাড়াও তিনি আরো জানান, “দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্খিত নয়। …. প্রথমে শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল”। এছাড়াও পরমব্রত বলেন এই গুজব ছড়ানো নেপথ্যে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল গুলি। এইভাবে পরমব্রত পিয়ার সাথে ঘনিষ্ট মেলামেশার দায় ঝেড়ে ফেলে দুষলেন অনলাইন নিউজ পোর্টালগুলিকে।
এ কথার উত্তরে তাঁকে আরও একটি প্রশ্ন করা হয়। “তোমার বন্ধুরাও তো এই নিয়ে কথা বলেছে?” তখন পরমব্রত নিজেকে একটু সামলে নিয়ে উত্তর দেন, “বন্ধুরা আমার সামনে তো কিছু বলেনি, বললে তো আমি তাঁদের থামিয়ে দিতাম”। কিন্তু এরপর অভিনেতা নিজেই স্বীকার করেন তাঁর সঙ্গে প্রিয়ার একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক আছে। অভিনেতা বলেন, “দুটো মানুষ একটা স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে, এবং তার মধ্যে সেটার (পরম-পিয়ার বন্ধুত্ব) রেশ টেনে আনাটা অপ্রয়োজনীয় এবং আন-ওয়ারেন্টেড”।
অভিনেতা জানান করোনাকালে ও ইয়াসের ত্রাণ বিলি করতে গিয়ে পিয়ার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর এই বন্ধুত্বের সম্পর্ক তাঁরা লুকিয়েও রাখতে চাননি। অভিনেতা ষষ্ঠ জানিয়ে দেন, “আমরা তো ছবিও দিয়েছি…. আমি (ডিভোর্সের) কারণ হওয়া এটা সরলরেখায় বানানো সমীকরণ নয়”।
এরপর তাঁকে প্রশ্ন করা হয় তাদের এই বন্ধুত্বের সম্পর্ক কি কোন স্থায়ী সম্পর্কে পরিণতি পাবে? সে বিষয়ে পরমব্রত সাফ জানান, “এটা বন্ধুত্ব। আমি সত্যি জানি না আমি বিয়ের জন্য প্রস্তুত কিনা, দীর্ঘস্থায়ী কোনও সম্পর্কের জন্য আমি নিজে তৈরি কিনা আমি সেটাও এই মুহূর্তে বলতে পারব না। …. আমি বলব ইন্ডাস্ট্রিতে হয়ত সেরকম খবর নয়, যে তথাগতর স্তরে পৌঁছে গিয়েছে। তবে আমি তিনটে (অভিনেতা, পরিচালক, প্রযোজক) ভূমিকা পালনে এতই ব্যস্ত যে গলিতে দাঁড়ানোর সময় হচ্ছে না”।
View this post on Instagram