বিনোদন

বলিউডে অনাবৃত ফটোশুটে প্রশংসিত রণবীর, আর অন্যদিকে নাটকে চরিত্রের খাতিরে বিশেষ পোশাক পরায় সমালোচনার শিকার ঋদ্ধি! তবে প্রয়োজনের ঋদ্ধি অনাবৃত হতে রাজি

সম্প্রতি জনপ্রিয় অভিনেতার রণবীর সিং এর কিছু ফটো শুটের অংশ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শরীরে বস্ত্র তো দূরের কথা গোপনাঙ্গ পর্যন্ত হাত দিয়ে ঢেকে রেখেছেন। তবে এই ছবির জন্য সমালোচনার শিকার হতে হয়নি অভিনেতাকে। বরং বহুল প্রশংসিত হয়েছেন অভিনেতা। কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত টলিউডের অভিনেতা এক নাটকে চরিত্রের খাতিরে বিশেষ বস্ত্র পরলে তাকে সমালোচিত হতে হয়।

কিছুদিন আগেই “স্বপ্নসন্ধানী” নাট্যগোষ্ঠীর “হ্যামলেট” নাটকে মুখ্য চরিত্রের অভিনয় করেছেন অভিনেতার ঋদ্ধি সেন। ওই নাটকেই চরিত্রের খাতিরে বিশেষ বস্ত্র পড়তে হয় অভিনেতাকে। তবে দর্শক তা মেনে নিতে পারেননি। “অনাবৃত” আখ্যা দেওয়া হয় তাকে। তবে বলিউডের জনপ্রিয় তারকা রণবীরের প্রশংসায় পঞ্চমুখ ঋদ্ধি। সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, “প্রয়োজনে আমিও রণবীরের মতোই অনায়াসে অনাবৃত হতে রাজি”।

সংবাদ মাধ্যম অভিনেতা ঋদ্ধি সেন কে প্রশ্ন করে যে রণবীর সিং এর সম্প্রতি প্রকাশ্যে আসা বিবস্ত্র ছবি অভিনেতা দেখেছেন কি? সে বিষয়ে অভিনেতা বলেছেন সে ছবি তিনি দেখেছেন এবং তার থেকেও বেশি তার ভালো লেগেছে “জয়েশভাই জোয়ারদার” এর কথা। অভিনেতা বলেন, “কী সুন্দর বলেছেন, ‘আমার মনও তো আমার শরীরে মতোই অনাবৃত। নানা চরিত্রের মাধ্যমে তাকে সামনে আনি। কই, তখন তো কারও অসুবিধে হয় না! যত সমস্যা আমি অনাবৃত হলেই। পোশাক খোলা আমার কাছে কোনও বিষয় নয়। আমি অনাবৃত হতেই পারি। সমস্যা অন্যদের। তাই নিজেকে অনাবৃত করি না!’’ এই কথা আর ঋদ্ধির মনের কথা, এক বলে দাবি করেন অভিনেতা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋদ্ধি সেনকে সংবাদমাধ্যম প্রশ্ন করে যে তিনি কি সত্যিই চরিত্রের খাতিরে অনাবৃত হতে রাজি ক্যামেরার সামনে? উত্তরে স্পষ্ট কথায় অভিনেতা বলেন, ‘‘পোশাক, নিরাবরণ হওয়া নিয়ে মাথাব্যথা সমাজের। আমাদের নয়। এই কারণেই আমাদের দেশে যৌনশিক্ষা নেই। যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও এত অস্বস্তি! পোশাকের নীচে রণবীরও যেমন আমিও তেমন। তা হলে রণবীর সেই আড়াল সরাতে পারলে আমার অসুবিধে কোথায়।’’

Related Articles

Back to top button