বিনোদন

বিমানে ওঠা এক অসুস্থ বৃদ্ধাকে বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিজে বসলেন ইকোনমিক ক্লাসে! সাধারণ মানুষ মসিহা হয়ে আবারও নজির তৈরি করলেন সোনু সুদ

ভগবানের আসনেও যাঁকে অনেকে দেখেন, সেই বলিউডের অভিনেতা কম সাধারণ মানুষের রক্ষাকর্তা সোনু সুদ আবারও এক দৃষ্টান্ত স্থাপন করলেন। বিমানে এক বয়স্ক বৃদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন তিনি মানুষকে সাহায্যার্থে সর্বদা সমস্ত স্থানে ঠিক হাজির হয়ে যান। ফের সোনু সুদের এমন কাজে নেটিজেনদের চোখে জল!

আরও পড়ুন: মাইলস্টোন ছুঁতে বাকি আর কিছু মুহূর্ত! বক্স অফিসে ‘আরআরআর’ সিনেমা ভেঙে দিয়েছে সব রেকর্ড

দীর্ঘ দু বছর করোনা কালে যে সংকট ময় পরিস্থিতির শিকার হয়েছিলেন বহু সাধারণ খেটে খাওয়া মানুষ সবার পাশে গিয়ে দাতার মত ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। সারা দেশের সমস্ত ব্যবস্থা যখন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল নিজের কাঁধে সেই গুরুদায়িত্ব নিয়ে তিনি বাইরে থেকে সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছিলেন। গরীবের পাশে গিয়ে ভগবানের মতো নিজের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

কেবলমাত্র বাড়ি ফেরানো নয় তিনি নিয়েছিলেন , হাজার হাজার মানুষের প্রতিদিনের খাদ্যের যোগানের দায়ভার তার সাথে সাথে দেশের কোন প্রান্তে কোন ছেলে টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি,কেউ টাকার অভাবে বাড়ি তৈরি করতে পারেনি, কেউ আবার চিকিৎসা করাতে পারেননি, প্রত্যেকটি জায়গায় একটিই নাম বারবার উচ্চারিত হয়েছে সোনু সুদ। যিনি সবার পাশে বটগাছের মতো নিজের সাহায্যের ডালপালা যেনো বিছিয়ে দিয়ে মসিহা হয়ে দাঁড়িয়েছেন।

করোনা আবহ কেটে যাওয়ার পরেও তিনি সাহায্য করা থেকে বিরত হননি। আজও দেশের যে প্রান্তে যেই কোনো বিপদের মধ্যে পড়ে তিনি করেছেন তাঁদের সাহায্য। আবার একবার এই সোনু সুদ প্রমাণ করলেন মানবিকতা আজও পৃথিবী থেকে হারিয়ে যায়নি। তাঁর মতো ভালো মানুষরা আজও অসহায় দের সাহায্যের জন্য বা মানুষ বিপদের মুখে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জানা গিয়েছে, কোনো কাজের সুত্রে সোনু রওনা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উদ্যেশ্যে। হঠাৎই বিমানে উঠতে যাবেন এমন সময় তাঁর নজরে পড়ে এক অতি বয়স্ক বৃদ্ধ ঠিক মত হেঁটে যেতে পারছেন না। আর তারপরেই এগিয়ে যান তিনি। বৃদ্ধর কাছে গিয়ে নিজের বিজনেস ক্লাসের টিকিটে ওই বৃদ্ধ কে দিয়ে তিনি উঠে বসেন ইকোনমি ক্লাসে গিয়ে।

আরও পড়ুন: “তুমি-ই আমার শান্তি”, মনের মানুষের সাথে ছবি দিয়ে দর্শকদের সাথে পরিচয় পর্ব সেরে ফেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

এমন মহান কাজের দ্বারা ফের একবার মন জিতে নিলেন তিনি! তাঁর এক অনুরাগী এই ঘটনার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, সোনু সুদ নিজে সেই পোষ্টটি আবার রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘অনেক সময় ইকোনমি ক্লাসের আসন, বিজনেস ক্লাসের আসন থেকে বেশি আরামদায়ক!’ এই ঘটনায় আবেগে ভেসেছেন তাঁর সমস্ত অনুরাগীরা।

Related Articles

Back to top button