বিনোদন

এবারে ছোটপর্দা থেকে সরাসরি বড়পর্দায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার

বর্তমানে টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার। একজন জনপ্রিয় নৃত্য শিল্পী হওয়ার পাশাপাশি তিনি নাচের কোরিওগ্রাফার ও বটে। এরপর জয় জগন্নাথ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের ছোটপর্দায় পা রেখেছেন। এরপর সাহেবের চিঠি ধারাবাহিকেও দেখা মিলেছে তার। তবে সূত্রের খবরে জানা গেছে এবারে ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি।

খুব শীঘ্রই রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে নতুন ছবি সাদা রঙের পৃথিবী। সেই ছবিতেই খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে চলেছে দেবলীনা কে। ইতিমধ্যেই এই ছবিতে দেবলীনার প্রথম লুকের ছবি সামনে এসেছে। যা ভালই সারা ফেলেছে দর্শক মহলে। দেবলীনা ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জি, ঐন্দ্রিলা বোস, সোহিনী গুহ রায় সহ একাধিক অভিনেতা অভিনেত্রীদের।

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজর্ষি দে। প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন শ্রাবণী পাল, সুশান্ত সেনগুপ্ত এবং রাজর্ষি দে। নিজের পছন্দের নায়িকা কে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেক দর্শক। তবে ছবি কবে মুক্তি পাবে সেই সম্পর্কে এখনও জানা যায়নি।

Related Articles

Back to top button