ছোট্ট দেবীর সঙ্গে খেলছেন বাঙালি ‘মা’ বিপাশা, ‘নজর না লাগে’, বলছে নেটপাড়া! মেয়ে দেবীর সঙ্গে মিষ্টি মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করলেন বলি অভিনেত্রী বিপাশা বসু

বলিউডের নতুন মায়েদের তালিকায় অন্যতম একজন হলেন বিপাশা বসু। গত বছর নভেম্বর মাসে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বে স্বাদ উপভোগ করছেন বিপাশা। নিজের সন্তানের সাথে মাঝেমধ্যেই বিভিন্ন ছবি শেয়ার করতে থাকেন তিনি। বিপাশার স্বামী করণ কেও হামেশাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায়। সদ্য মা হয়েছেন তাই এখন দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। সন্তানের সঙ্গে বেশিরভাগ সময়টা কাটছে বিপাশার। সন্তানকে নিজের অতিরিক্ত সময় দিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে এমনি মাঝেমধ্যে চর্চায় উঠে আসেন বিপাশা, তাকে নিয়ে হামেশাই চর্চা লেগেই থাকে নেটিজেনদের মধ্যে।
সম্প্রতি মেয়েকে নিয়ে ফটোশ্যুট এ ধরা দিয়েছেন বিপাশা। সেইসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে ছোট্ট দেবীর ছোট্ট পা ধরে নিজের গালে ঠেকাতে দেখা যাচ্ছে বিপাশা বসুকে। বিপাশাকে সাদা টপ পরে থাকতে আর দেবীকে আকাশি রঙের প্রিন্টেড টি-শার্টে দেখা যাচ্ছে।
মেয়ের প্রথম ছবি পোস্ট করার পাশাপাশি একটি রান্নার রেসিপিও শেয়ার করে নিলেন বিপাশা। ১) কাপের এক চতুর্থাংশ তুমি। ২) এক চতুর্থাংশ আমি। ৩) বাকি অর্ধেক কাপ মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ। ৪) ম্যাজিক এবং যা কিছু ভালো সব টপিংসে (উপরে) যাবে। ৫) ৩ ফোঁটা রামধনুর নির্যাস, পিক্সি ডাস্ট, ইউনিকর্ন এবং যা কিছু স্বর্গীয়, ছড়িয়ে দিতে হবে। ৬) সিজনিংয়ে স্বাদ মতো সমস্ত মিষ্টি এবং আরও সব ভালো ভালো জিনিস ছড়িয়ে নিতে হবে।’
গত বছর আগস্ট মাসেই প্রথম নিজের মা হবার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানান বিপাশা এবং করন। তারপরেই নভেম্বর মাসের ১২ তারিখে কোন আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয় তার। মুম্বাইয়ের নামী বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা। অন্তঃসত্ত্ব থাকাকালীন দুটি ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে সুখবর জানিয়েছিলেন বিপাশা।
View this post on Instagram