বিনোদন

এপার বাংলা হোক বা ওপার বাংলা নিজের রূপের যাদুতে বরাবরই সকলকে মাতিয়ে রাখেন অভিনেত্রী জয়া হাসান, আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের ফটোশুটের ছবি আপলোড করে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন অভিনেত্রী

এপার বাংলা হোক বা ওপার বাংলা সব জায়গাতেই এই অভিনেত্রীর চর্চা চলে। বয়স ৪০ ছুঁই ছুঁই তাও তার রূপে এখনো এতটুকু ভাটা পড়েনি। এখনকার সময় সব অভিনেত্রীকেই নিজের রূপের প্রতিযোগিতায় পিছনে ফেলে দিতে পারেন তিনি। বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি? হ্যাঁ অভিনেত্রী জয়া হাসান এর কথাই বলা হচ্ছে এখানে। বর্তমানে অভিনেত্রীর বয়স ৩৯ কিন্তু তাকে দেখে বোঝা যায় না তা। তার এই সুন্দর রূপের রহস্য কি তা জানতে প্রত্যেকে আগ্রহী হয়ে থাকেন।

বাংলাদেশের অভিনেত্রী হয়েও তিনি ভারতের মাটিতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা কম কিছু নয়। এখনো পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে জয়া হাসানকে এবং তার প্রতিটি চরিত্রের অভিনয়ে সকলের মনে প্রভাব ফেলেছে। শুধুমাত্র নিজের অভিনয় দিয়েই নয় সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় জয়া। মাঝেমধ্যে বিভিন্ন ছবি ভিডিও আপলোড করতেই থাকেন। ফটোশুটেও মাঝেমধ্যে ধরা দেন তিনি। বিভিন্ন হট লুকে দেখা দেন জয়া। সম্প্রতি আবারো সেরকমই একটি ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী।

সম্প্রতি থ্রি পিস পোশাক পরে একটি ছবি আপলোড করেছেন জয়া হাসান। ছবিতে তাকে ক্রপ টপ আর তার উপরে একটা চকচকে সিলভার জ্যাকেটের সঙ্গে নিচে চকচকে ব্ল্যাক ট্রাউজার প্যান্ট পরে দেখা যাচ্ছে। তার সঙ্গে করেছেন সুন্দর মেকআপ। নুড লিপস্টিক, চকচকে সিলভার কালারের আইসাডো, চুলটা হালকা কোকরা। এভাবেই নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের নানা পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি কোন ফটোশুটের ছবি এবং অভিনেত্রী এই ছবি পোস্ট করা মাত্রই লক্ষ লক্ষ মানুষ ছবিটি পছন্দ করেছেন এবং অসংখ্য মানুষ কমেন্ট বক্সে জয়ার রূপের প্রশংসা করেছেন। অভিনেত্রীকে নানান রকমের কমেন্টে ভরিয়ে তুলেছেন।

Related Articles

Back to top button