‘আশা করি মায়ের আমায় নিয়ে গর্ব হবে’ বুদ্ধ পূর্ণিমার দিন ২০০০ মানুষকে খাইয়ে বলেন অভিনেত্রী কৌশানী!

জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি কিছুদিন আগেই তার মাকে হারিয়েছেন। সেই শোক এখনো পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। এইবার মায়ের মৃত্যুর পর তার প্রথমবার জন্মদিন গেল, এই জন্মদিন টা অন্য রকম ভাবে কাটালেন অভিনেত্রী। অভিনেত্রী জন্মদিন মানেই তো এমনিতেই হৈ হৈ রৈ রৈ ব্যাপার। সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা, টলিপাড়ার মানুষদের শুভেচ্ছা বার্তা ইত্যাদিতে ভরে গিয়েছিল। অভিনেত্রী জন্মদিনের জন্য প্রচুর কেক, উপহার হাজির হয়েছিল। কিন্তু অভিনেত্রী পুরো দিন টা সম্পূর্ণ অন্যরকম ভাবে কাটালেন।
আরও পড়ুন: শাঁখা-সিঁদুর মঙ্গলসূত্র পরে পটল কুমারের হিয়া!‘এই বয়সে কি পাকামো হচ্ছে’ তুমুল সমালোচনা নেটাগরিকদের!
মাকে ছাড়া এই প্রথম জন্মদিন তার, তাই এই দিনটাতে সমস্ত আনন্দ, উদযাপনের সাথে একটা মন খারাপ মিশে ছিল। তবু নিজের চেষ্টায় এই দিনটাকে বিশেষ করে তুললেন তিনি। এই দিনে যাতে সাধারণ মানুষের আশীর্বাদ তার মাথার উপরে থাকে সেই কারণে প্রচুর মানুষকে খাওয়ানোর আয়োজন করলেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২০০০ মানুষকে ভোগ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন নিজের সেই দায়িত্বের কথা।
View this post on Instagram
এই দিন সোশ্যাল মিডিয়াতে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবি দুটিতে দেখা যাচ্ছিল হালকা রঙের সাবেকি পোশাক পরেছেন তিনি, একটা ছবিতে তার মুখে হাসি লেগে রয়েছে, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে তিনি ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছেন। ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন তার কাজের কথা এবং তার পিছনে লুকিয়ে থাকা তার উদ্দেশ্যের কথা। অভিনেত্রীর কথায়, “বুদ্ধ পূর্ণিমার শুভদিনে মানুষের পাশে দাঁড়িয়ে আমি আমার জন্মদিন উদযাপন শুরু করেছিলাম। ২০০০ মানুষকে ভোগ খাওয়ানো আর তাদের আশীর্বাদ নেওয়ার মধ্য দিয়েই আমার জন্মদিন শুরু হলো। আশা করি আমার মায়ের আমায় নিয়ে গর্ব অনুভব হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কৌশানির সাথে বনির সম্পর্কের অবনতি ঘটেছে। কিশমিশ ছবির প্রিমিয়ারে একাই হাজির হয়েছিলেন কৌশানি। বনি ছিলেন না তাঁর পাশে এই দিন বনিকে নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান অভিনেত্রী। তবে তাদের দুজনের সম্পর্ক ভাঙ্গনের কথা দুজনেই অস্বীকার করেছিলেন। এইদিন কৌশানির জন্মদিনে আবার বনির দেখা মিলল। কৌশানির জন্মদিনের দিন গোলাপি পোশাকে কৌশানির সাথে আদুরে রিল ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান বনি।
প্রসঙ্গত উল্লেখ্য, কৌশানির জন্মদিনের দিন তারকাখচিত যে পার্টি হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তার ছেলে তৃষানজিৎ, যশ দাশগুপ্ত ও নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অন্যান্য সকলে।