মিতিনমাসি কোয়েল ৪০ এ পা দিলেন এইবছর! অন্য বারের চেয়ে তাই আলাদা জন্মদিন সেলিব্রেশন

বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। নাটের গুরু সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি, পরবর্তীতে বন্ধন, মানিক, যুদ্ধ, সাত পাকে বাঁধা,১০০ পার্সেন্ট লাভ, বাদশা,দুই পৃথিবী, বল না তুমি আমার, মন মানে না, অরুন্ধতী,মিতিন মাসি,পাগলু ইত্যাদি সিনেমার মধ্য দিয়ে টলিউড জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। প্রমাণ করেছেন তিনি সত্যিই রঞ্জিত কন্যে।
টলিউডের হট ডিভা বর্তমানে তিনি। একসময় জিতের সাথে জুটি বেঁধে পরপর অনেকগুলো ছবি করেছেন তিনি, পরবর্তীকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব সকলের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী। আজও সমানতালে দাপটের সাথে অভিনয় করে বেড়াচ্ছেন ছোট্ট কবিরের মা কোয়েল। টলিউডের অন্যতম সুপারস্টার রঞ্জিত মল্লিক একসময়ে দাপটের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতে অভিনয় করেছেন, নায়ক চরিত্রে পাশাপাশি পার্শ্ব চরিত্রে তার অভিনয় ছিল নজরকাড়া, তার উপস্থিতি দর্শকদের মনের মধ্যে আলাদা হিল্লোল তৈরি করত। তার মেয়ে হিসেবে নিজেকে চলচ্চিত্র জগতে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কোন কসুর ছাড়েন নি কোয়েল মল্লিক। চলচ্চিত্র জগতে বাবার নামে নয়, নিজের অভিনয় দক্ষতার দ্বারা স্বনামেই পরিচিত হয়ে উঠেছেন তিনি।
স্টার পরিবারে জন্মগ্রহণ করলেও কোয়েলের আদব-কায়দা চালচলন সবটাই ট্রেডিশনাল। আধুনিক যুগের মেয়ে হয়েও নিজের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে সবসময় চলতে ভালোবাসেন তিনি।
সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন গেলো। গত ২৮ শে এপ্রিল কোয়েল মল্লিকের জন্মদিন ছিল। এই দিন তিনি অনেক বড় কেক কেটে ফ্যানদের সাথে সেলিব্রেট করলেন। এই বছর তিনি মা-বাবা, স্বামী নিসপাল সিং ও সন্তান কবিরের সাথে তার জন্মদিন পালন করলেন। তবে শুধু এই বছর বলে নয় প্রতিবছরই কোন বড়োসড়ো পার্টি নয়, মা-বাবা পরিবারের সাথে একান্ত নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী। একাধিক ব্লকবাস্টার ছবির নায়িকা হয়েও ঘরোয়া ভাবেই তার জন্মদিনের অনুষ্ঠান পালিত হয় প্রতিবছর, আর এখানেই তিনি সবার থেকে আলাদা।
তবে এই বছরের জন্মদিনটি অভিনেত্রীর একটু আলাদা ছিল। এই বছর অভিনেত্রীর ফ্যানেরাও অনেক বড় কেক সাজিয়ে নিয়ে এসেছিলেন, পিঙ্কিশ গাউনে নিজেকে সাজিয়ে ফ্যানেদের সাথে কেক কাটলেন তিনি। এই দিন মাথায় ক্রাউন পরে তাকে একদম অন্যরকম লাগছিল। এরপর কেক কেটে অনুরাগীদের সাথে হৈ-হুল্লোড় করলেন তিনি এবং সবার শেষে সকলের সাথে দাঁড়িয়ে ছবিও তুললেন।