নতুনভাবে গোলাপি রঙের প্রেমে পড়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, নিজেই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই বার্তা দিলেন নেটিজেনদের

কোয়েল মল্লিক টলিউডের এমন একজন অভিনেত্রী যার কোন হেটার্স নেই। যাকে নেই কোনো রকম কোনো সমালোচনা বা কটুক্তি হয় না। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করে চলেছেন। বর্তমানে যদিও ছবির সংখ্যা কমে গিয়েছে, কিন্তু তাও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও এখন ব্যস্ত থাকেন তিনি। মাঝেমধ্যেই তাকে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তার বিভিন্ন ফটোশুটের ছবিগুলি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি সেরকমই নিজের ফটোশুটের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন কোয়েল। যেখানে তাকে গোলাপি রঙের প্রেমে পড়তে দেখা গিয়েছে।
অভিনেত্রী কোয়েল মল্লিকের পোস্ট করা ছবিতে গোলাপি রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। সঙ্গে ক্যাপশন, ‘ইট ইজ পিঙ্ক লাভ’। কয়েকদিন হল কোয়েল মল্লিক ঘুরতে গিয়েছেন। সেখান থেকেই ফটোশুটের ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী। ঘুরতে গিয়ে নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন নেটিজেনদের সঙ্গে। ঘুরতে যেতে দারুন ভালবাসেন অভিনেত্রী। তাই মাঝেমধ্যেই সময় পেলে বেরিয়ে পড়েন এদিক ওদিক।
২০২১ সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে বনি ছবিতে শেষ বার পর্দায় ধরা দিয়েছিলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের ভক্তরা বারবার অভিনেত্রীকে আর যে জানিয়েছেন আবার পর্দায় ফিরে আসার জন্য। তবে কোয়েল আবার কবে কোন রুপে পর্দায় ফিরবেন তার এখনো কোনো ইঙ্গিত দেননি। বর্তমানে নিজেকে নিয়ে ব্যস্ত কোয়েল। নিজের জীবনটা পুরোপুরি ভাবে উপভোগ করছেন তিনি। সঙ্গে স্বামী সন্তান সকলকেই দেখে রাখছেন, যত্নে রাখছেন। এসব কিছুর মধ্যেও নিজের শরীর চর্চা করতে একটু ভুলছেন না। নিজের শরীরকে ফিট রাখতে সব সময় যোগা ব্যায়াম করেই চলেছে। তবে রবিবার সকালে কোয়েলের ফটোশুটের এইসব ছবি দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ৩৬ হাজারেরও বেশি লাইক পড়েছে কোয়েলের ছবিতে। অসংখ্য মানুষ কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর কমেন্ট বক্স।
View this post on Instagram