“প্রস্তাব না পেলে আমি আগ বাড়িয়ে কোনওদিন কাজ করতে যাইনি” – অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মনামি ঘোষ

এক এক্সক্লুসিভ ইন্টারভিউতে টাপাটিনি গার্ল নিজের অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সেখানেই দেখা যাক কি কি জানালেন তিনি সংবাদমাধ্যমের সামনে। সারা বাংলা যখন টাপাটিনি’ময় তখন অভিনেত্রীর সেই গানের সাথে কোমর দোলাতে ঠিক কেমন অনুভূতি হয়েছিল সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাতেই অভিনেত্রী হাসি মুখে জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই ওই নাচের কোরিওগ্রাফি করেছিলেন আর তার সাথে বছরের শ্রেষ্ঠ অনুষ্ঠানে সবাই যখন এককথায় তাঁকে টাপাটিনি গার্ল বলে ডাকছিলেন বেশ খুশি হয়েছেন অভিনেত্রী সেই ডাক শুনে। সেইসঙ্গে জানিয়েছেন গানটি তাঁর অতি পছন্দের একটি গান হয়ে উঠেছে।
নাচের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলেই অভিনেত্রীর সাথে সাথে জবাব , নাচের সাথে তাঁর টান সেই ছোট তিন বছর থেকে । তাঁর মতে, নাচ শিখে করার থেকেও নাচের প্রতি টান টাই আসল যা অভিনেত্রীর ক্ষেত্রে অনুপ্রেরণা। অভিনেত্রী মোটামুটি নাচ, গান , আবৃত্তি সমস্ত কিছুতে পারদর্শী হয়েও হঠাৎ কেনো অভিনয় জগৎ কে বেছে নিলেন সেই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ অবদান অবশ্য অভিনেত্রী নিজের বাবা মা কেই দিয়েছেন। বসিরহাটে থাকাকালীন বাবার সূত্র ধরেই প্রথম অভিনয়ের ক্ষেত্রে প্রবেশ তবে ঠিক সঠিক কারণ তিনি নিজেও জানেন না। অভিনয়ের প্রতি একটা ভালোবাসা জন্মে যাওয়ার পর থেকে এই জগতে থেকে যাওয়া বলে জানিয়েছেন তিনি।
অভিনেত্রী ছোটবেলায় এক বড়ো সুযোগ হাতছাড়া করেছিলেন সেই বিষয়ে প্রকাশ্যে এনেছেন যেখানে একতা কপূরের, ‘কস্তুরী’ ধারাবাহিকে অভিনয় করার ডাক তিনি ফিরিয়ে দিয়েছিলেন। যদিও পরবর্তীকালে সেই সুযোগ হাতছাড়া করে ফেলার জন্য আফসোস করেন তিনি। একসাথে নাচ ও অভিনয় কে সমান গুরুত্ব দিতে চেয়েছিলেন যেটা একমাত্র মুম্বই কাজের সূত্রে গেলেই সম্ভব হতো বলে অভিনেত্রী জানিয়েছেন। তবে এখন অভিনেত্রী এখন এত কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর ফুরসৎ বের করে উঠতে পারেন না , তবে জানিয়েছেন তেমন কোনো সুযোগ পেলে অবশ্যই যাবেন। ‘হাঙ্গার গেমস’! জেনিফার লরেন্স এর মত তেজী চরিত্রে তিনি অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলার ক্ষেত্রে এমন চিত্রনাট্যের অভাব থাকার কারণে সেই সুযোগ হয়ে আসেনি।
আরও পড়ুন: ১১ মাস বয়স হলো শ্রেয়া পুত্রের, এখন কেমন দেখতে হয়েছে তাকে জানেন
বিয়ের প্রসঙ্গ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, আত্মীয় স্বজনদের থেকে চাপ আসলেও এখনও কাজের চাপে তিনি ভাবেননি বিয়ের কথা তবে কোনোদিন হয়তো করবেন। রাজনীতি যে একেবারেই পছন্দ করেন না সেকথা নিজে মুখেও স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমান প্রজন্মের জন্য তিনি অভিনয় জগতের ক্ষেত্রে উপদেশ দিয়েছেন নিজেদের মধ্যে নিজস্বতার ছাপ যেনো রাখতে পারে সবাই। নিজের এমন মারকাটারি ফিগার নিয়ে জানিয়েছেন, কাজ ও নাচ করতে করতে ফিগার এরকম থেকে গিয়েছে। তার সাথে সাথে তিনি বিরিয়ানি খেয়ে থাকেন মাঝেমধ্যে। তবে অভিনেত্রী খুব একটা খোলসা না করলেও সামনে যে আরও কাজ আসতে চলেছে কিছুটা ইঙ্গিত দিয়েছেন যার জন্য এখনই শরীর চর্চা শুরু করেছেন।