বিনোদন

মুক্তোর মত সাদা স্টাইলিশ শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তার পুজো ফ্যাশন দেখে মুগ্ধ নেটিজেনরা

বাংলার টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। দীর্ঘ ১২ বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন মিমি। একের পর এক হিট বাংলা ছবির মাধ্যমে দর্শকের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। একসময় ছোটপর্দায় দুর্দান্ত অভিনয় করেছিলেন মিমি। আজ থেকে কয়েক বছর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের এপারে’ তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি আরো এক দায়িত্ব বেড়েছে মিমির। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানে ও নেমে পড়েছেন অভিনেত্রী তথা সংসদ মিমি চক্রবর্তী। বর্তমানে মিমি তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

তবে দুই দিক সামলেও নিজেকে মেনটেন করেন মিমি। তার ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। ইন্ডিয়ান আউটফিট হোক বা ওয়েস্টার্ন আউটফিট সব পোশাকেই নিজেকে দুর্দান্তভাবে সকলের সামনে তুলে ধরেন মিমি। সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় মিমি। মাঝে মধ্যেই তাকে বিভিন্ন ফটো আপলোড করতে দেখা যায় নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে।

সম্প্রতি আবারো নিজের ইনস্টাগ্রাম এখন থেকে একটি অসাধারণ ছবি আপলোড করেছেন মিমি। ছবিতে অভিনেত্রী কে মুক্তোর মতো সাদা রঙের একটি স্টাইলিশ শাড়িতে দেখা গিয়েছে। সাথে লম্বা স্লিভস এর ব্যাকলেস ব্লাউজ, হাতের কব্জির সামনে পালকের মতন স্টাইল করা। হালকা মেকাপে চুলে খোঁপা করে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রী এই ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। সকলে অভিনেত্রীর এই স্টাইল দেখে অবাক হয়ে গিয়েছেন।

সম্প্রতি জানা গিয়েছে মিমি মাছ, মাংস সবকিছু ছেড়ে একেবারে নিরামিষাসী হয়ে উঠছেন। সম্পূর্ন নিরামিষ আহার করছেন। খাওয়ার তালিকায় থাকছে না গরুর দুধ, পরিবর্তে রাখছেন আমন্ড মিল্ক। বাদ দিয়েছেন ঘী, মাখন, মিষ্টি, দুধ সবটাই। এককথায় তিনি ভেগান ডায়েট শুরু করেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

Related Articles

Back to top button