বিনোদন

‘সাংসদ হয়ে এইরকম ছবি’! দুধ সাদা বিছানায় হট লুকে নুসরত, তুমুল কটাক্ষের শিকার অভিনেত্রী

সোশ্যাল মিডিয়াতে তিনি সবসময় চর্চায় থাকেন। বিভিন্ন সময়ে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি বোল্ড অবতারের ধরা দিয়ে খবরে শিরোনামে উঠে আসলেন অভিনেত্রী। দর্শকদের নজর করার জন্যই বোল্ড লুকে ধরা দিলেন নুসরাত। গত বছর টলিউডের সব থেকে বেশি চর্চায় ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। তাকে নিয়ে সবসময় সমালোচনা, কটুক্তি ইত্যাদি হয়ে থাকত। কিন্তু বর্তমানে সকলের কাছে সবটা স্পষ্ট। স্বামী, সন্তান নিয়ে দিব্যি সংসার করছেন অভিনেত্রী।

সংসার, সন্তান সামলানোর পাশাপাশি নিজের কাজ নিয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী। প্রায় দিনই চলছে ফটোশুট সেখানে নানান রকম রূপে ধরা দিচ্ছেন নুসরাত। মা হওয়ার পরেও এতটুকু মেদ জমতে দেননি শরীরে। তা নিয়েও চর্চায় ছিলেন অভিনেত্রী। গ্ল্যামার যেন উপচে পড়ছে অভিনেত্রীর। অভিনেত্রীর রূপে মুগ্ধ হাজার হাজার নেটিজেন। এছাড়াও অভিনয়ের ফাঁকেই মাঝেমাঝে যশের হাত ধরে এদিক-ওদিক ঘুরতে বেরিয়ে পড়ছেন তিনি। সেই সব ছবি ও সোশ্যাল মিডিয়া আপলোড করছেন।

অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতো নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বেডরুমের দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাকে একেবারে বোল্ড লুকে দেখা গিয়েছে। ছবিতে অভিনেত্রীকে সাদা রঙের টপ, ব্লু ডেনিম পড়ে সাদা রংয়ের চাদরের বিছানার ওপর গা হেলিয়ে শুয়ে পড়ে পোজ দিতে দেখা গিয়েছে। অভিনেত্রীর বুকে ‛ভিক্ট্রি’ লেখা ট্যাটু নজরে এসেছে সকলের। ছবি পোস্ট করার পরে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

ইতিমধ্যে একচল্লিশ হাজারেরও বেশি মানুষ নুসরাত এর ছবি লাইক করেছে। অসংখ্য ভালো কমেন্টের পাশাপাশি উঠে এসেছে অনেক কটুক্তিও অভিনেত্রীর ছবিতে। অভিনেত্রীর হেটার্সরা সমালোচনা এবং ট্রোল করেছে অভিনেত্রীর পোশাক নিয়ে। তাতে অবশ্য অভিনেত্রীর কিছুই যায় আসে না।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

Related Articles

Back to top button