সাদা স্লিভলেস সালোয়ার কামিজে ঈদের দিন ধরা দিলেন অভিনেত্রী নুসরাত জাহান, ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে বাঁচার বার্তা দিলেন এইদিন

আজ সারা দেশ জুড়ে আট থেকে আশি সমস্ত ইসলামধর্মাবলম্বীরা মেতেছেন খুশির ঈদে। সমস্ত ভেদাভেদ ভুলে মেতেছেন উৎসবের খুশিতে। দীর্ঘ দু বছর করোনা আবহের কারণে নিয়মের কড়াকড়ি ছিল সেইসময় ঈদের ক্ষেত্রেও বহু কিছু বাদ দেওয়া হয়েছিল। তবে চলতি বছর কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছেড়ে অনেকটাই ছাড় রয়েছে। আর এবারের ঈদের এই সেলিব্রেশনের ক্ষেত্রে বাদ পড়লেন না অভিনেত্রী নুসরত জাহান। বসিরহাটের তৃণমূল সাংসদ এবার পরিবারের সাথে ঈদ পালন করবেন। তবে এবার অভিনেত্রীর কাছে এই উৎসব খুব স্পেশাল তার একমাত্র কারণ ছেলে। প্রথমবার ছেলের সাথে ঈদের উৎসবে মেতে উঠবেন টলি সুন্দরী নুসরত জাহান।
তবে অভিনেত্রীর এই ঈদ নিয়ে অনেক প্ল্যান রয়েছে। ছেলের সাথে কিভাবে আজকের দিনটি কাটাবেন সেই নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, আমি একদম ঘরোয়াভাবে ইদ পালন করব। পরিবার থাকবে, ঘনিষ্ঠ বন্ধুরা থাকবে, এই বছর অবশ্যই একটা দুর্দান্ত সেলিব্রেশন অপেক্ষা করছে! এই বছরের ইদটা বেশি স্পেশ্যাল কারণ এটা আমার ছেলে ইশানের প্রথম ইদ। আমি সবে বিদেশ থেকে শ্যুটিং সেরে ফিরেছি, তাই নিঃসন্দেহে ওর সঙ্গে এই বিশেষ দিনটা পালন করবার জন্য মুখিয়ে রয়েছি’। এর থেকে স্পষ্ট যে নিজের ছেলের সাথে প্রথম ঈদ কাটানোর জন্য কতটা উচ্ছাসিত রয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
তবে ঈদ মানেই দেদার খাওয়া দাওয়া। তাই অভিনেত্রীও সেই সুযোগ ছাড়তে চাননা। আজকের দিনটি ডায়েটকে একেবারে নো করে দিয়েছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, আমার কাছে ইদ আর কবজি ডুবিয়ে খাওয়া দুটো সমার্থক। তাই আজ আমার চিট ডে! আজ মন আর পেট ভরে খাবো বিরিয়ানি, শাহি টুকরা, শির খুরমা’। আল্লাহর কাছে এই ইদে কী দুয়া রাখছেন বসিরহাটের সাংসদ? তিনি জানান, ‘একটাই প্রার্থনা সর্বশক্তিমান আমাদের আরও শক্তি দিন যাতে আমরা সব ভেদাভেদ ভুলে মানুষ হিসাবে আরও শক্তিশালী হতে পারি। সবাই সুখে থাকুক, সুরক্ষিত থাকুক, স্বাস্থ্যবান থাকুক। পৃথিবীটা দ্রুত কোভিড মুক্ত হোক’।
ইনস্টাগ্রামে এইদিন অভিনেত্রী সাদা স্লিভলেস সালোয়ার কামিজে হাজির হয়েছিলেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে। ইদ মোবারক জানিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে দেখতে যেমন অসাধারণ লাগছিল তেমনই অভিনেত্রীকে দেখেই বোঝা গিয়েছে যশ ও ছেলের সাথে ইদ কাটানোর জন্য কতোটা মুখিয়ে রয়েছেন অভিনেত্রী।