বিনোদন

চাবুক ফিগারে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন অভিনেত্রী নুসরাত, পোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজে মত্ত অনুরাগীরা

টলিউড থেকে বলিউড সর্বত্রই অভিনেত্রীদের সেক্সি লুকের চর্চায় ছয়লাপ। শুধু টলিউডের কথাই বলতে গেলে উঠে আসবে বেশ কিছু অভিনেত্রীর নাম। কেউ কারো থেকে কম যান না। তবে শ্রাবন্তির পাশাপাশি নুসরাত ও কাঁপাচ্ছেন নেট দুনিয়া। অভিনেত্রী শেয়ার করা একটি ছবিতে পাগল হচ্ছেন অনুরাগীরা।

সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ফটোশুটের একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে একটি থ্রি কোয়ার্টার নোটেড ক্রপ টপ আর তার সাথে একই রঙের স্কার্ট। পুরো ড্রেস সবুজ নীল বেগুনি রঙের কম্বিনেশনের ব্যবহার করা হয়েছে। আর সেই ক্রপটপে উন্মুক্ত ক্লিভেজ। সেই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে অভিনেত্রীর কারণে রানী কালারের ব্রলেট। আর সেই ব্রাইলেটে একটি সিলভার রিং এর উপরে। আর তার সাথে অভিনেত্রী হেয়ারস্টাইল পনিটেইল করা। খুব অল্প মেকাপে বিভিন্ন ধরনের জাং জুয়েলারিতে অসাধারণ মোহময়ী অভিনেত্রী।

যদিও এরই সাথে সপ্তাহ শেষে সুখবর দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর একমাত্র পুত্র ঈশানকে নিয়ে মিডিয়াতে তেমন কোন আলোচনা করেননি এখনো পর্যন্ত তিনি। কিন্তু এবার অভিনেত্রী বললেন যশ বা তিনি কেউই চান না যেই ঈশান অন্যান্য তারকা সন্তানদের মত সবসময় ক্যামেরার সামনে আসুক। তারা ঈশান কে একটি সুস্থ স্বাভাবিক শৈশব দিতে চান।

প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরে অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ থেকে পুত্র সন্তানের জন্ম দেওয়া সবেতেই কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। কিন্তু তারপরে অভিনেত্রী জানিয়ে দেন ঈশান বিবাহ বহির্ভূত সম্পর্কের ফল নয়। ঈশানের বার্থ সার্টিফিকেট এ রয়েছে অভিনেতা যশ দাশগুপ্তের আসল নাম দেবাশীষ। যদিও অনেকে মনে করছেন তাহলে গোপনে অভিনেতা যশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে শাসকদলের সাংসদ অভিনেত্রী নিজে। কিন্তু সেই একই দলের আরেক সদস্য তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি দুর্নীতি বিষয়ে মুখ খোলেনি নুসরাত।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

Related Articles

Back to top button