দুধ সাদা পোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ, কাজের ফাঁকে ছুটি কাটাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় খোশ মেজাজে ধরা দিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভাইরাল হল তার একাধিক ছবি

টলিউডের একজন অন্যতম জনপ্রিয় এবং পরিচিতি অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি। বাংলায় খুব কম সংখ্যক ছবিতে অভিনয় করলেও পূজা দর্শকের মাঝে বেশ জনপ্রিয়। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে পূজার যোগসূত্র বেশি। বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা তিনি। স্বামী সন্তান নিয়ে তার ব্যস্ত সংসার। অন্যদিকে কাজের চাপ সব মিলিয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী। তবে এই ব্যস্ততার মাঝেও ছুটির মুহূর্ত গুলিতে বেশ খোশ মেজাজেই কাটাচ্ছেন পূজা, সেটা তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দেখলেই বোঝা যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ছুটির মুডে ধরা দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে নিওন সবুজ রঙের শর্ট প্লিটেড স্কার্ট ও সাদা রঙের ডিপ নেক ট্যাঙ্ক টপ। কাঁধে জুটের ব্যাগ ও মাথায় সাদা রঙের বড় হ্যাট। অভিনেত্রীর ছবিগুলিতে দর্শকেরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন, অসংখ্য লাইক এবং কমেন্টসে ভরে গিয়েছে পূজার ছবি।
কিছুদিন আগেই কাশ্মীর থেকে ফিরেছেন অভিনেত্রী। তার একটি মিউজিক অ্যালবামের শুটিংয়ের জন্য কাশ্মীর যেতে হয়েছিল তাকে। সেই আপডেটও সোশ্যাল মিডিয়া একাউন্টে দিয়েছিলেন পূজা। এটি একটি বাংলাদেশি মিউজিক ভিডিও। সবটা ঠিক ঠাক থাকলে আবারো খুব শীঘ্রই পূজা বাংলা অভিনয় জগতে ফিরবেন। সন্তান জন্ম দেওয়ার পর পূজা বেশ কিছুটা ওয়েট গেইন করেছিলেন। যার ফলে অনেক নেটিজেনরাই ভেবেছিলেন আর হয়তো পূজাকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে না। তবে এক বছরের মধ্যেই নেটিজেনদের ভুল প্রমাণিত করে ফিট হয়ে আবারো কাজে ফিরেছেন পূজা।
View this post on Instagram
আমারা অনেকেই জানি হিন্দি টেলিভিশনের অভিনেতা কুনাল ভার্মার সঙ্গে করোনাকালীন পরিস্থিতিতেই আইনি বিবাহ সেরেছিলেন পূজা ব্যানার্জি। তারপর গতবছরই ধুমধাম করে বাঙালি মতে বিয়ে সারেন দুজনে। তার আগেই জন্ম নিয়েছিল তাদের ছোট্ট সন্তান কৃশিব।