স্লিভলেস পেট খোলা ব্লাউজ, সিঁথিতে সিঁদুর আর কালো ঢাকাই শাড়িতে মোহময়ী সোহিনী! পুজোর প্রথম লুকে ধরা দিলেন অভিনেত্রী, শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও

সোহিনী সরকার, বর্তমানে টলিউডের এক জনপ্রিয় নাম। এই মুহূর্তে বাংলায় সব থেকে বেশি চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সোহিনী। নিজের অভিনয় দক্ষতার জোরে গোটা বাংলায় নিজের নাম জনপ্রিয় করে রেখেছেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা এমন কি ওয়েব সিরিজের পর্দাতেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। এছাড়াও অভিনেত্রী কিন্তু সৌন্দর্যের দিক থেকেও পিছিয়ে নেই কোন অভিনেত্রীদের থেকেই। নিজের সৌন্দর্যের মাধ্যমে ধরে রেখেছেন তাঁর লাখো অনুরাগীদের।
অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ অভিনেত্রী। বিভিন্ন সময়ে নিজের বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। সম্প্রতি পুজো স্পেশাল ফটোশুট করেছিলেন সোহিনী। তাঁরই কিছু ছবি অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর সেখানেই অভিনেত্রীকে দেখা গেল একটি কালোর ওপর সাদা কাজ করা জামদানি শাড়িতে। শাড়িতে এতই দারুণ দেখতে লাগছিল যে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। নিজের অপরূপ রূপের মাধ্যমে অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
এদিন অভিনেত্রীর পরনে ছিল কালো রংয়ের একটি জামদানি শাড়ি। তার ওপর সাদা জরির কাজ করা। আটপৌরে করে শাড়ি পরা। সাথে স্লিভলেস পিঠখোলা ব্লাউজ। আর তারই সাথে খোলা চুল সিঁথি ভর্তি সিঁদুর কপালে সিঁদুরের লাল টিপ। জমিদার বাড়ির ঝুল বারান্দায় দাঁড়িয়ে জমিদার গিন্নীর বেশি দাঁড়িয়ে আছেন সোহিনী। অভিনেত্রীর এই নতুন লুক একেবারে বাঙালিয়ানায় ভরপুর।
View this post on Instagram
যদিও এই শাড়ির সাথে খুব বেশি এক্সেসরিজে দেখতে পাওয়া যায়নি অভিনেত্রীকে। শুধু রূপলি কানেরে অনবদ্য সৌন্দর্য ফুটে উঠেছিল অভিনেত্রীর। এই সম্পূর্ণ বনেদিয়ানা সাজে অনবদ্য দেখতে লেগেছে ব্যোমকেশের সত্যবতী কে। পুজোয় এই সাজে সেজে উঠতে পারেন আপনিও। চাইলেই ডিজাইনারের কাছ থেকে এই শাড়ি কিনেও নিতে পারেন আপনি।
অভিনেত্রীর এই শাড়ি “ইন্দু বাই জয়িতা” লেবেলের। কিন্তু এই শাড়ির দাম কত তা আপনি জানেন? এই শাড়ির দাম জানলে চোখ কপালে উঠবে আপনার। হিন্দু বাই জয়িতা লেবেলের এই শাড়ির দাম, ২২০০০ টাকা। হ্যাঁ আপনিও যদি চান অভিনেত্রীর এই বাঙালিয়ানা লোকে নিজেকে সাজিয়ে তুলতে তবে এই পরিমাণ টাকা খসাতে হবে আপনাকে।