আবারো একবার সোশ্যাল মিডিয়ায় নিজের রূপের আগুন ধরালেন অভিনেত্রী শ্রাবন্তী! শর্ট বেগুনি ড্রেসে একেবারে লাস্যময়ী অভিনেত্রী, তোলপাড় করছেন সোশ্যাল মিডিয়া

এই কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী মালদ্বীপ থেকে তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এছাড়াও এর আগে বহুবার অভিনেত্রী তার বিভিন্ন ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। প্রতিটি ছবিতেই আকর্ষণীয় চাহিদা রাখেন তিনি। এমনই আবারো নতুন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ দর্শকের প্রায় মূর্ছিত হওয়ার মতো অবস্থা।
সম্প্রতি অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে বেগুনি রংয়ের শর্ট ড্রেস। তার রূপের আগুনে ঝলসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। বরাবরই এ বিষয়ে সিদ্ধহস্ত অভিনেত্রী। ফিগার যেমনই হোক না কেন শারীরিক চাহিদা, কামুক আকর্ষণ, মোহময়ী রূপে সেজে ওঠায় তার সাথে পাল্লা দেওয়া কষ্টকর।
অভিনেত্রী কিছুদিন আগেই ফিরলেন মালদ্বীপ থেকে। ঘুরতে যাওয়ার আগে ভলভো এক্সসি ৬০ মডেলের নতুন গাড়ি কিনেছিলেন অভিনেত্রী। রোলস রয়েসের সাথে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। তারপরেই মালদ্বীপ যাত্রা। ওয়েস্টার্ন পোশাকে ও এখনো নতুন অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন শ্রাবন্তীর কথা প্রমাণ করে দিলেন নেটিজেন্দ্রের কাছে। এখনো শ্রাবন্তির এই শারীরিক চাহিদা সম্পন্ন ফটোগুলি সোশ্যাল মিডিয়া তোলপাড় করতে পারে।
প্রসঙ্গত ২০২১ সালের ভোটের পর শ্রাবন্তী একটু গুটিয়ে গিয়েছিলেন। তবে এরপরই দাপিয়ে ফটোশুট এবং বিভিন্ন ছবির কাজ করেছেন অভিনেত্রী। টলিউডের দুটো ফিল্ম তো বটেই এমনকি বাংলাদেশের দুটি ছবিতেও কাজ করে এসেছেন তিনি। গত মাসেই মুক্তি পেয়েছে অভিনেতা শান্ত খান এবং শ্রাবন্তী অভিনীত “বিক্ষোভ”। এছাড়াও “অচেনা উত্তম” এবং “কাবেরীর অন্তর্ধান” মুক্তি পেতে চলেছে। ফটোশুট এবং অভিনয় সবমিলিয়ে বেশ জমজমাট চলছে অভিনেত্রীর রূপের দাপট।
View this post on Instagram