শ্রাবন্তী কে দেখে কেও ভাবতেই পারবেনা যে তার এতো বড়ো একটা ছেলে রয়েছে! সুপারস্টার শ্রাবন্তীর রূপের আগুন দেখে মুগ্ধ নেটপাড়া

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কাজের ফাঁকে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। সেখানকার স্মৃতি যেন কোন মতেই ভুলতে পারছেন না অভিনেত্রী। সেই সমস্ত ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এখন সোশ্যাল মিডিয়ার সিনসেশন। তার রূপের আগুনে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া।
আর এই ছবিতে একেবারে লাস্যময়ী রূপে অভিনেত্রীকে দেখে উন্মত্ত অনুরাগীরা। কখনো ম্যাক্সি আবার কখনো শর্ট ড্রেসে বালিয়াড়িতে আগুন ধরিয়েছেন তিনি। উন্মুক্ত শরীরের ভাজে যেন মহিলা নন সুন্দরী কন্যা তিনি। তার এই রুপের জৌলুসে ভরা ছবিগুলিতে অভিনেতা অঙ্কুশ কমেন্ট করেছেন, “ওরে পাগলা গিন্টু” আবার অন্যদিকে সংসদ অভিনেত্রী মিমি আগুনের ইমোজি দিয়েছেন। এই ছবি দেখে কেউ বুঝবে না যে অভিনেত্রীর একটি পূর্ণবয়স্ক ছেলে আছে এবং অভিনেত্রীর নিজের বয়স ৩৬।
প্রসঙ্গত টলিউডের দক্ষ অভিনেত্রী তিনি। একটা সময় দিয়েছিলেন একের পর এক হিট, ব্লকবাস্টার সমস্ত ছবি। তবে কিছু সময় ধরে অভিনেত্রীর অভিনীত সিনেমা গুলি তেমন সারা ফেলতে পারছে না। তাই বলে এমন না যে তিনি কাজ করা ছেড়ে দিচ্ছেন। বিভিন্ন সিনেমা তো করেইছেন আবার হাত পাকিয়েছেন ওটিটিতেও। অচেনা উত্তম সিনেমাতে শেষবারের জন্য দেখা গেছে অভিনেত্রীকে। তাও মানুষের পছন্দ হয়নি। তবে এসবকে পাত্তা না দিয়েই অভিনেত্রী রয়েছেন নিজের জীবনের আনন্দে।শোনা যাচ্ছে, প্রসেনজিতের সঙ্গে আসতে চলেছে তার একটি নতুন সিনেমা যেখানে তার স্বামীর ভূমিকায় থাকবেন স্বয়ং প্রসেনজিৎ।
View this post on Instagram
অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ছিলেন বেশ ঝনঝাটে। তৃতীয় স্বামী রোহানের সঙ্গে ডিভোর্স নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। এরই মধ্যে খুঁজে নিয়েছেন চতুর্থ বার তার পারফেক্ট ম্যাচ। এনার নাম অভিরূপ। যদিও এ বিষয়ে এখন মুখ খোলেননি অভিনেত্রী। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর কোন হটকারী সিদ্ধান্ত নেবেন না তিনি। বর্তমানে নিজের জীবন এবং কাজের ক্ষেত্রেই ফোকাস করছেন অভিনেত্রী।