প্রচুর দামি রূপোলি নেকপিস পরে আছেন সুপারস্টার শ্রাবন্তী! আবারো একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অভিনেত্রীদের ফটোশুটে এমনিতেই ভর্তি থাকে সোশ্যাল মিডিয়া। তার ওপর অভিনেত্রী শ্রাবন্তী ছবি থাকলে তো কথাই নেই। বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম শ্রাবন্তী। তবে শুধু অভিনয় নয় অভিনেত্রী বেশ একটিভ সোশ্যাল মিডিয়াতেও। প্রায় দিনই তাকে দেখা যায় নিজের ফটো শুটের ছবি পোস্ট করতে। আর সেগুলো পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। আবারো একবার অভিনেত্রী পোস্ট করলেন তার মোহময়ী লুকের ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের সিকুইনড শাড়ি। আর তার সাথে কালো রঙ্গেরই ডিপ নেক ব্লাউজ। তবে শাড়িটি কিন্তু ট্রান্সপারেন্ট। আর সাথে পরিহিত ব্লাউজ টির স্লিভ স্প্যাগিটি। আর সাথে অভিনেত্রী গলায় পড়ে আছেন লেয়ার্ড নেক পিস। আর তার ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে সুগভীর ক্লিভেজ। এই বেকপিসের আড়ালেই লুকিয়ে আছে ক্লিভেজ। গলায় পরিহিত নেক পেস্টটি, রুপোলি রংয়ের স্টোন স্টারটেড। বর্তমানের ফ্রেন্ডের মতোই খুব হালকা সাজে চুল খোলা রয়েছে অভিনেত্রীর। সম্পূর্ণ সাজের সাথে মিলিয়ে হাতে রয়েছে রুপোলি রংয়েরই ব্রেসলেট।
এই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “গ্লো ইন দা ডার্ক”। ছবি পোস্ট এর সাথে সাথে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অভিনেত্রীর অনুরাগীরা। অল্প কয়েক সময়ের মধ্যেই ভরে গিয়েছে রিঅ্যাকশনে। তেমনি ক্যাপশনে এসেছে বিভিন্ন কমেন্ট। একজন লিখেছেন, “তুমি বারবার স্বপ্নতে কেন আসো রাতে”, আরেকজন লিখেছেন, “উইল ইউ ম্যারি মি?”। এছাড়াও প্রচুর ভালবাসা পেয়েছেন অনুরাগীদের কাছ থেকে।
বর্তমানে অভিনেত্রী বেশ ব্যস্ত রয়েছেন তার অভিনয় জগতে। বেশ কিছু দিন ছুটি কাটি আসার পর শুরু করেছেন জোর কদমে কাজ। “ডিয়ার ডি” নামক সিনেমায় রবিন নামবিয়ার পরিচালনায় শুটিং শুরু করেছেন অভিনেত্রী। এছাড়াও এই ফিল্মে তার বিপরীতে অভিনয় করবেন কুশল আহুজা এবং দিতিপ্রিয়া রায়। আরো একটি সিনেমা শুটিংয়ের কাজ শুরু হয়েছে তার সেই সিনেমায় অভিনেত্রী বিপরীতে কাজ করতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। চলতি বছর শ্রাবন্তী অভিনীত সাসপেন্স হরর ‘ভয় পেও না’ রিলিজ করেছিল। এই ফিল্মে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন ওম সাহানী। যদিও ফিল্মটি বক্স অফিসে সফল হতে পারেনি। অন্যদিকে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ফিল্ম ‘বিক্ষোভ’ এও অভিনয় করেছেন শ্রাবন্তী। এই ফিল্মটিও সফল হতে পারেনি বক্স অফিসে। বাংলাদেশী অভিনেতা শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।
View this post on Instagram