মহানায়িকা পুরস্কারপ্রাপ্ত নুসরাত কে জলপরী বললেন সুপারস্টার মিমি! বহু সময় পর নিজের প্রিয় বোনুয়ার ছবিতে কমেন্ট করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাতের বিকিনি পরা ছবিতে ‘জলপরী’ কমেন্ট করলেন অভিনেত্রী

টলিউডের দুই অন্যতম সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। দুজনে একে অপরের বেশ ভালো ঘনিষ্ঠ বন্ধু। বেশ কয়েক বছর ধরেই তাদের বন্ধুত্বের কথা আমরা জানি। অভিনয় জগতে কাজ করার পাশাপাশি দুজনেই রাজনৈতিক দলের নাম লিখেছেন। দুজনেই বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ সাংসদ। দুজনকে অনেক সময় একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি নুসরাতের বিয়েতে কনে যাত্রী হিসেবে গিয়েছিলেন মিমি।
একে অপরকে ‘বোনুয়া’ বলে সম্বোধন করেন দুজনে। কিন্তু হঠাৎ এই বন্ধুত্বের ছন্দপতন ঘটে। নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকেই এবং যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে মিমির সঙ্গে নুসরাতের সম্পর্কের অবনতি শুরু হয়। নুসরাত এর থেকে ক্রমশদূরে সরে যেতে থাকে মিমি। সেটা সকলেই স্পষ্ট বুঝতে পেরেছিলেন। বর্তমানে নুসরাত জাহানের প্রতিটি পোস্টে এখন আর কমেন্ট করেন না মিমি।
কিন্তু নুসরাতের সন্তান জন্মানোর পর ঈশানের জন্য মিমি একঝুড়ি ভালোবাসা পাঠিয়েছিলেন। উপহারে ভরিয়ে দিয়েছিল নিজের বোনুয়ার সন্তানকে। তারপর ধীরে ধীরে তাদের সম্পর্ক একটু একটু করে ঠিক হতে শুরু করে। সম্প্রতি কিছুদিন আগে যশ দাশগুপ্তের হাত ধরে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন নুসরাত জাহান। সেখান থেকে বিভিন্ন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
সমুদ্রের নীল জলের উপর নীল বিকিনি পড়ে একদম নীলপরী হয়ে বিভিন্ন পোজে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। চোখে ছিল রোদ চশমা এবং মাথায় টুপি। আর সেই পোস্টে কমেন্ট দেখা গিয়েছে মিমি চক্রবর্তীর। নিজের প্রিয় বনুয়ার ছবিতে কমেন্ট করে মিমি লিখেছেন ‘জলপরী’। আর মিমির এই কমেন্টের পরিপ্রেক্ষিতে অনেক বাজে কমেন্ট করেছেন অসংখ্য মানুষ।
সম্প্রতি কিছুদিন আগেই মহানায়িকা সম্মান পেয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। যা দর্শক একেবারেই মেনে নিতে পারেনি। অসংখ্য নেটিজেনদের কটাক্ষ, সমালোচনার শিকার হয়েছেন নুসরাত। সেই নিয়েও বারবার অভিনেত্রীর প্রতিটি পোস্টে অভিনেত্রীকে কটাক্ষ করা হচ্ছে। আদৌ কি নুসরাত মহানায়িকার সম্মান পাওয়ার যোগ্য? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ নুসরাতের থেকে অনেক ভালো এবং অভিজ্ঞ অভিনেত্রীরা সেই অ্যাওয়ার্ড শোতে কোন পুরস্কারই পায়নি, পাননি নিজেদের যোগ্য সম্মান। যেখানে নুসরাত হাতেগোনা কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। তাও তার অভিনয় কখনোই চোখে পড়ার মতো ছিল না। শুধুমাত্র রাজনৈতিক দল তৃণমূলের সঙ্গে সংযুক্ত থাকার জন্যই কি তিনি বিশেষ পুরস্কার পেলেন?
View this post on Instagram