বিনোদন

সকল প্রতিযোগী ছেড়ে অবশেষে বাংলার মেয়ে প্রান্তিকা দাসের উপরেই মন গলেছে বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের, ইতিমধ্যেই কলকাতা এসে জামাই আদর খেয়েছেন মিকা

বয়স ৪০ পার হয়ে গেল এখনো পর্যন্ত বিয়ের সানাই বাজেনি বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের জীবনে। প্রেমের বয়স পেরিয়ে গিয়েছে বহু বছর। তাই এবারে সরাসরি বিয়ের পিঁড়িতেই বসতে চাইছেন জনপ্রিয় গায়ক। তাই হন্যে হয়ে নিজের জন্য লাল টুকটুকে বউ খুঁজছেন মিকা। আর নিজের পাত্রী বেছে নেওয়ার জন্য আস্ত একটা রিয়েলিটি শো এর আয়োজন করে ফেললেন তিনি। অনেকেই ভাবছেন এ আবার কেমন? পাত্রী খুঁজতে গেলে রিয়েলিটি শো করার কি মানে? হ্যাঁ মিকা সিং এমনই সিদ্ধান্ত নিয়েছেন। পাত্রী ঠিক করতে স্বয়ংবর সভার মত এক রিয়ালিটি শো এর আয়োজন করা হয়েছে যার নাম ‘মিকা দি ভোহতি’। অসংখ্য মহিলা এই প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন কিন্তু বর্তমানে চার জন প্রতিযোগী রয়েছে রিয়েলিটি শো।

এই চারজনের মধ্যে অন্যতম একজন হলেন বাংলার মেয়ে প্রান্তিকা দাস। বঙ্গ কন্যা নিজের লাস্যময়ী হাসি দিয়ে অনেক আগেই জয় করে নিয়েছে মিকা সিংয়ের মন। টেলিভিশন জগতের সঙ্গে বহু আগে থেকেই পরিচিত প্রান্তিকা। দক্ষিণী ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। প্রান্তিকার মিষ্টি গানের গলা এবং মিষ্টি ব্যবহার মিকার মন জয় করে নিয়েছে। প্রান্তিকাকে মিকা ভালোবেসে ‘কিউট বাচ্চা’ বলে ডাকেন। টেলিভিশনের পর্দায় মিকা এবং প্রান্তিকর কেমিস্ট্রি বেশ চোখে পড়ার মতো। মিকাকে মাঝেমধ্যে রেঁধে খাওয়ান প্রান্তিকা। প্রান্তিকার হাতের রান্না বেশ সুস্বাদু। একবার শোয়ে টক মিষ্টি একটা চিকেন রেসিপি করে খাইছিলেন মিকা কে যা খেয়ে রীতিমতো চমকে গিয়েছিল মিকা।

বলিউডের একজন সুপারস্টার হলেও মিকা সিং জন্মগ্রহণ করেছেন বাংলার দুর্গাপুরে। মিকা সিংয়ের বাবা ছিল শিখ ধর্মের একজন পুরোহিত। তার একদম ছোটবেলা কেটেছে এই দুর্গাপুরের মাটিতেই। কিন্তু যখন মিকা সিং এর বয়স যখন ৪ তখনই তাকে এখান থেকে চলে যেতে হয়। দুর্গাপুর ছেড়ে তিনি চলে যান দিল্লিতে। কিন্তু তাই বলিনি নিজের মাতৃভূমিকে একেবারেই ভুলে যাননি মিকা। মাঝেমধ্যে শো চলাকালীন প্রান্তিকার সঙ্গে বাংলাতে কথা বলেন তিনি। শো এর নিয়ম অনুযায়ী চারজন প্রতিযোগিতার বাড়িতে গিয়ে জামাই আদর খাবেন মিকা সিং। আর ইতিমধ্যেই প্রান্তিকার কলকাতার বাড়িতে গিয়ে জামাই আদর খেয়ে এসেছেন তিনি। সেখানে গিয়ে একেবারে বাঙালি রীতি রেওয়াজ অনুযায়ী তাকে আদর আপ্যায়ন করা হয়।

Related Articles

Back to top button