হিট হয়না সিনেমা, কমেছে আয়, তবু ঠাঁটবাট বজায় রাখতে লোন নিয়ে বাড়ি গাড়ি কিনছেন অজয় দেবগণ! ঋনের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনার

রুপোলি পর্দার জগত বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে ততটাই ফাঁপা। অনেক সময়ই দেখা যায় আয় না থাকলেও স্ট্যাটাস মেন্টেন করতে ঋণ করছেন তারকারা। আসলে একবার সেলিব্রিটিরা যে জৌলুষপূর্ণ জীবন-যাপনে অভ্যস্ত হয়ে যান সেই জীবন তারা সহজে ছাড়তে পারেন না, অথচ অনেক সময় দেখা যায় উঠতি বয়সে তাদের কাছে যে টাকা থাকে পরবর্তীকালে অনেক সময় তাদের অর্থ জনিত সমস্যার সৃষ্টি হয়, তবুও অর্থ জনিত সমস্যা বুঝেও তারা সরে আসেন না। ক্যারিয়ারে আয় না থাকলেও গ্ল্যামার সর্বস্ব জীবনকে ভরিয়ে তোলেন তারা। বলিউড তারকারা অনেকেই এর মধ্যে পড়েন যারা স্ট্যাটাস বজায় রাখতে মোটা অঙ্কের ঋণ নিতে বাধ্য হন। অজয় দেবগন ও তার ব্যতিক্রম নন।
অজয় অভিনীত শেষ হিট ছবি‘আর আর আর’। ব্লকবাস্টার হিট এই তেলেগু ছবিতে তার অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছিল। এরপর গত কয়েক বছর ধরে সেভাবে সিনেমা হিট হচ্ছে না তার। সম্প্রতি অজয় দেবগন পরিচালিত ও অভিনীত ‘রানওয়ে ৩৪’ ছবিটি মুক্তি পেয়েছে । হ্যাঁ এই ছবিতে পরিচালনা ও অভিনেতা দুই ভূমিকাতেই রয়েছেন অজয়। ছবিতে অজয় দেবগন ছাড়াও অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিং, অঙ্গীরা ধর, বোমান ইরানি ও আকাঙ্খা সিং রয়েছেন। তার এই ছবিটিও বক্স অফিসে সাফল্য লাভ করেনি।
তবে কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী হলেও জীবনযাপনের জৌলুস কমেনি তার, নতুন বাড়ি গাড়ি কেনা বন্ধ নেই তার । ঋণ করে হলেও তিনি সম্পত্তি বাড়িয়ে চলেছেন একের পর এক। কোটি কোটি টাকা ঋণ নিয়ে সম্পত্তি তৈরি করছেন অভিনেতা। তার ঋণের পরিমাণ শুনলে চমকে যাবেন। বছর দুই আগে মুম্বাইয়ের জুহুতে ৪৭কোটি ৫০লক্ষ টাকার যে নতুন বাংলা টি কিনেছেন তিনি, সেটিও ঋণ করে কেনা। এই বাংলা কেনার ব্যাপারে যদি ও অভিনেতা কোনো মন্তব্য করেননি। তবে বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জুহুতে কেনা ওই বাংলোর মালিকানা ছিল কাপোলে co-operative হাউজিং সোসাইটির অধীনে। গতবছর ৭ ই মে জমিটির মালিক হন অজয় দেবগন, এটি কেনার জন্য ২০২০ র এপ্রিলে মোট ১৮.৭৫ কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। তবে তার পরবর্তীকালের ছবির সাফল্য হয়তো এই সমস্ত লোন ঋণকে ছাপিয়ে যাবে। জানা যাচ্ছে আগামীতে ‘ময়দান’ ছবিতে দেখা যাবে অজয় দেবগন কে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে তিনি তার পরিবারকে নিয়ে শিব শক্তি নামে একটি বাংলাতে থাকেন। প্রায় ৬০ কোটি টাকা দিয়ে এই বাংলাটি কিনেছিলেন তিনি।