সহ-অভিনেতা কে নূন্যতম সম্মান জানানোর শিক্ষা নেই আলিয়া ভাটের মধ্যে, সিদ্ধার্থ শুক্লা কে অপমান করায় ক্ষোভ প্রকাশ করলেন তার ভক্তরা

গত দু বছরে বলিউডের পর্দা থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য তারকা। যার ফলে বড় ক্ষতির মুখে পড়েছিল ইন্ডাস্ট্রি। এদের মধ্যে অন্যতম একজন হলেন সিদ্ধার্থ শুক্লা। যদিও তিনি বড় পর্দায় তত বড় মাপের একজন তারকা ছিলেন না কিন্তু তার জনপ্রিয়তা নেহাতই কম ছিল না। হিন্দি টেলিভিশনের ছোট পর্দায় এবং বিগ বসে তার জনপ্রিয়তার নেহাতই কম ছিল না। গত বছর সেপ্টেম্বর মাসে হঠাৎই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। তার মৃত্যুর পর নেটিজেনদের একাংশ গভীরভাবে শোকাহত হয়েছিলেন। সম্প্রতি গিয়েছে হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবির ৮ বছর বর্ষপূর্তি এবং এই দিনে আলিয়া ভাট কে নিয়ে চোটলেন একাধিক নেটিজেন।
২০১৪ সালের ১১ই জুলাই মুক্তি পেয়েছিল হাম্পি শর্মা কি দুলহানিয়া। সেই সময় ছবিটি দারুনভাবে হিট করেছিল সিনেমা হলে। ছবিতে আলিয়া এবং বরুণ ধাওয়ান ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। সিদ্ধার্থ শুক্লার চরিত্র অত্যন্ত ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সিদ্ধার শুক্লার মৃত্যুর পর আলিয়া ভাট অভিনেতাকে সামান্য টুকু সম্মান দেননি তার কারণেই রেগে গিয়েছেন একাংশ। নেতিজেনদের একাংশের দাবি সিদ্ধার্থের মৃত্যুর পর আলিয়া কোনরকম কোন শ্রদ্ধা জানাননি। যেখানে বরুণ একই ছবিতে অভিনয় করেছিলেন এবং সিদ্ধার্থের মৃত্যুর পর তাকে নিয়ে একটি পোস্ট করেন তিনি।
আর এবারে সিনেমার বর্ষপঞ্জিতে সিদ্ধার্থকে ট্যাগ করতে ভুলে গেলেন আলিয়া। যাতে ক্ষিপ্ত হয়ে রয়েছে অনেক সিদ্ধার্থ ভক্তরা। তাদের অনেকেরই দাবি আলিয়া ন্যূনতম ভদ্ররা টুকু দেখাতে পারেনা। সহ অভিনেতাদের থেকে তো এইটুকু সম্মান আশা করাই যায়।