বিয়ের পাঁচ দিন পরেই সিঁদুর মুছে কটাক্ষের শিকার নববধূ আলিয়া

গত ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের বহুল চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং রিসেপশন দুটোতেই তারকাদের মেলা বসেছিল, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের সামনেই নতুন জীবনের পথে পা বাড়ান তারা। বিয়ের পর্ব ভালোমতো মিটলেও এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি তাদের আর এরই মধ্যে ট্রোলড হলেন নববধূ আলিয়া! কারণ, বিয়ের পর পাঁচদিন পেরোতে না পেরোতেই সিঁথির সিঁদুর মুছে ফেলেছেন আলিয়া- আর এতেই তার নিন্দায় মুখর হয়েছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: ১২ দিনের শিশুর জন্য দুধ পাম্প করে শ্যুটিংয়ে আসায় ট্রোলড হলেন ভারতী
হিন্দু রীতি অনুযায়ী সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিয়ের মন্ডপে বর বধূর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। এরপর একজন স্বামী যেমন তার স্ত্রীর ভালো-মন্দের দায়িত্ব গ্রহণ করেন, তেমনই একজন স্ত্রীও স্বামীকে ভালোবেসে সিঁথিতে সিঁদুর পরেন। তাই বিয়ের পর নববিবাহিত বধূদের সিঁথি ভর্তি করে সিঁদুর পরতে দেখা যায়, বলিউডের সেলবদেরকেও বিয়ের পর এই লুকে দেখা যায়। কারণ এই সিঁদুর পরার সাথে কিছু মাঙ্গলিক ব্যাপার যেমন জড়িয়ে থাকে তেমনি সিঁদুর পরলে নববিবাহিত বধূর চেহারায় এক আলাদা লালিত্য লক্ষ্য করা যায়। তাই বলি সেলবরাও ভালোবেসে সিঁদুর পরেন। কিন্তু আলিয়ার সাম্প্রতিককালে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে তার সিঁথি ফাঁকা- বিয়ে মিটতে না মিটতেই সিঁদুর উধাও হয়েছে দেখেই চটেছেন সকলে।
জানা যাচ্ছে বিয়ের পরেই কাজে যোগ দিয়েছেন রণবীর ও আলিয়া দুজনে। পরিচালক করণ জোহার এবং ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার সাথে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করতে মুম্বাইয়ের বাইরে গেলেন অভিনেত্রী। এই সময় তার লুক দেখেই অবাক হয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার অভিনেত্রী যখন শুটিংয়ে যাচ্ছিলেন তখন তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছিলো যে তিনি হালকা গোলাপি রঙের একটি সালোয়ার-কামিজ পরে আছেন। তার সিঁথিতে সিঁদুর নেই এবং হাতে কোন চুড়ি ও নেই।
আরও পড়ুন: মিঠাই সিরিয়ালের রাজীব ইন্ড্রস্ট্রিতে এসে খাবার নিয়েও অপমানিত হয়েছিলেন
তাকে এই লুকে দেখার পর প্রশংসা করার পরিবর্তে তাকে রীতিমতো তুলোধনা করতে শুরু করেছেন মানুষজন। তারা কটাক্ষ করে বলেছেন, আলিয়াকে দেখে নববিবাহিতা বলে মনে হচ্ছে না কারণ তিনি সিঁদুর চুরি কিছুই পরেননি, একেবারে অবিবাহিতার মতো রাস্তায় বেরিয়ে পড়েছেন। ইনস্টাগ্রামে তার পোস্ট করা ভিডিও দেখার পর মানুষ রীতিমতো তাকে কটাক্ষ করতে শুরু করেছেন, কেউ কেউ তো সরাসরি বলেছেন, সিঁথিতে সিঁদুর নেই কীসের বিউটিফুল!