বিনোদন

‘আমি মেয়ে ভালো, আমি পার্সেল নই..’, পিতৃতন্ত্রের মুখে ঝামা ঘষে দিলেন ‘অন্তঃসত্ত্বা’ আলিয়া, ভুয়ো খবরে চোটে লাল আলিয়া ভাট, পিতৃতান্ত্রিক সমাজের মুখে ঝামা ঘষে দিলেন অভিনেত্রী

বর্তমানে বলিউডের হট টপিক হল আলিয়া ভাট অন্তঃসত্ত্বা। বিয়ের দুই মাস যেতে না যেতেই গর্ভবতী হয়ে পড়েছেন আলিয়া। তাই নিয়ে এখন জল্পনা কল্পনা তুঙ্গে। চারিদিকে সকলে অভিনেত্রীকে যেমন শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তেমনি অভিনেত্রীকে নিয়ে ট্রোল, সমালোচনা হচ্ছে। এমন অবস্থায় বিভিন্ন সংবাদ সংস্থা থেকে বিভিন্ন খবর উঠে আসছে। এরই মধ্যে এমন একটি খবর সামনে এলো যে রণবীর নাকি আলিয়া ভাটকে লন্ডন থেকে দেশে ফেরত নিতে যাচ্ছেন। যতই হোক অন্তঃসত্ত্বা বলে কথা তাঁর বিশেষ খেয়াল তো রাখতেই হবে। আর এই কথা শোনার পরই রেগে লাল হয়ে গেলেন আলিয়া ভাট।

সমাজের এই পিতৃতান্ত্রিক চিন্তাভাবনার গালে সপাটে চড় মারলেন আলিয়া। আলিয়ার কড়া জবাবে আবারো খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। আসলে অন্তঃসত্বা হবার পরেই লন্ডনের হলিউডের ছবিতে কাজ করার জন্য গিয়েছিলেন আলিয়া ভাট। যেখানে তিনি ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডটের মতো তুখড় অভিনেত্রীর সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করবেন। আর এই খবর দেখার পরে কোন এক সংবাদ সংস্থা থেকে নাকি বলা হয়েছে স্ত্রীয়ের বিশেষ খেয়াল রাখতে রণবীর কাপুর লন্ডনে উড়ে যাচ্ছেন। সেখান থেকে স্ত্রীকে একবারে নিয়ে ফিরবেন তিনি। আর এই খবর আলিয়া ভাটের চোখে পড়তেই তিনি দারুণ ক্ষেপে গেছেন।

এই প্রসঙ্গে আলিয়ার মন্তব্য, “আমরা কিন্তু এখনও পিতৃতান্ত্রিক বিশ্বেই বাস করছি। এখনও আমাদের চারপাশের কিছু লোকদের মাথায় এরকম চিন্তাভাবনা রয়েছে।” এমনকি শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নাকি বেশকিছুদিন নিজের কাজ থেকে বিরতি নেবেন অভিনেত্রী তাই জন্যই হলিউডের কাজ আটকে রয়েছে।

আলিয়া বললেন, “কিচ্ছু বিলম্বিত হচ্ছে না। আর আমাকে কারও নিতে আসারও প্রয়োজন নেই। আমি একজন নারী। কোনও পার্সেল নই। আর এখন বিশ্রাম নেওয়ারও কিছু হয়নি। কিন্তু জেনে ভাল লাগছে যে, আপনাদের কাছে ডাক্তারের সার্টিফিকেটও রয়েছে। আরে এটা ২০২২ সাল। আমরা কি দয়া করে এইধরণের চিন্তাধারণা ছেড়ে বেরিয়ে আসতে পারি?” এরপরই অভিনেত্রী ব্যঙ্গ করে বলেন, “ক্ষমা করুন। আমার শট রেডি হয়ে গিয়েছে।”

Related Articles

Back to top button