বিয়ের ১২ দিনের মাথায় গুডনিউজ শোনালেন আলিয়া! নববধূকে নিয়ে কাপুর পরিবারে খুশির হাওয়া খেলে গেল

সদ্য বিয়ে হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের। যাবতীয় জল্পনাকে সত্যি করে গত এপ্রিলের ১৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন তারা। তাদের বিয়েতে বলিউডের বড় বড় তারকাদের হাট বসে ছিল। আর হবে নাই বা কেন পর্দার গাঙ্গুবাইয়ের বিয়ে বলে কথা! রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তার ফ্যানেদেরও উন্মাদনা কম ছিলনা। বিটাউনের হাই প্রোফাইল এই জুটির রমরমিয়ে বিয়ে হওয়ার পর দুজনেই আবার নিজেদের শুটিংয়ের কাজে জড়িয়ে পড়েন।
তবে বিয়ের পর থেকেই খবরের হেডলাইন হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের এই জুটি। সোশ্যাল মিডিয়া খুলে এখনো ভেসে বেড়ায় তাদের বিয়ের নানান মুহূর্তের ছবি। সম্প্রতি গুডনিউজ দিলেন আলিয়া। হ্যাঁ কাপুর পরিবারের পা রাখতে না রাখতেই ভক্তদের উদ্দেশ্যে গুডনিউজ শোনালেন তিনি। ২০১২ তে করণ জোহর পরিচালিত সিনেমা স্টুডেন্ট অফ দ্যা ইয়ার দিয়ে বলিউডের জগতে অভিষেক ঘটেছিল তার। সম্প্রতি ১০ বছর পূর্ণ হল তার কর্মজীবনের।
কর্মজীবনের ১০ বছরের মধ্যেই এইবার হলিউডে পা রাখবেন রণবীর ঘরনী। তবে মহেশ কন্যার হলিউডে ডেবিউ করার আগেই আরো একটি সুখবর এসে পড়ল। বিবাহিত জীবনের ১২ দিনের মাথায় তার জীবনে নতুন সাফল্য এল। বিশ্বের জনপ্রিয় সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের তালিকায় আলিয়া জেনিফার লোপেজের মত হলিউড তারকাকেও টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন। শীর্ষস্থানীয় ৫টি সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের তালিকার মধ্যে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।
আরও পড়ুন: দেবদূত রতন টাটা! খারাপ হয়ে যাওয়া বিমান সেফ ল্যান্ডিং করিয়ে সকলের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি
পাঁচজন শীর্ষ স্থানীয় সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের মধ্যে প্রথমেই রয়েছেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া, দ্বিতীয় স্থান অধিকার করে আছেন হলান্ডের ডম, তৃতীয় স্থানে রয়েছেন অস্কার কাণ্ডে খবর হয়ে যাওয়া উইল স্মিথ। এরপর চতুর্থ স্থান অধিকার করেছেন আলিয়া ভাট। আলিয়া ভাটের থেকে একধাপ পেছনে রয়েছেন জেনিফার লোপেজ। পঞ্চম স্থান অধিকার করেছেন তিনি।
স্বাভাবিকভাবেই শীর্ষ স্থানীয় সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করার বিষয়টি রণবীর আলিয়ার কাছে যেমন আনন্দের তেমনি নববধূ আলিয়ার এই সাফল্যে খুশি হয়ে গিয়েছেন কাপুর পরিবার এবং অনুরাগীমহলও। মহেশ ভাটের পরিবারও রীতিমতো উচ্ছ্বাসিত মহেশ কন্যাকে নিয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য বিয়ের পরপরই একটি কারণে ব্যাপক ট্রোলড হয়েছিলেন আলিয়া ভাট। বিয়ের পাঁচদিন পেরোতে না পেরোতেই আলিয়ার একটি লুক সামনে আসে যেখানে দেখা যায় সিঁথির সিঁদুর মুছে ফেলেছেন আলিয়া যা দেখে নিন্দায় মুখর হয়েছিলেন নেটাগরিকরা। বিয়ের পরপরই ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করতে মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন অভিনেত্রী আর তখনই হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিলেন তিনি, সিঁথিতে সিঁদুর ছিলো না তার। সদ্যবিবাহিতা তারকার সিঁথিতে সিঁদুর নেই, হাতে কোনো চুড়ি নেই তা দেখে কটাক্ষ করতে শুরু করেছিলেন মানুষজন।