পুষ্পা এখন ঝুকছে না বিদেশের মাটিতেও! দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু আর্জুন এবার কাজ করছেন কোরিয়াতেও

আল্লু অর্জুন, নামটি গোটা ভারতে বেশ জনপ্রিয়। দক্ষিণী সিনেমার হিরো হলেও তাঁর স্বপ্ন তিনি পরিচিত হবেন ইন্ডিয়ান অ্যাক্টর হিসেবে। একের পর এক হিটস দিয়ে গেছেন তিনি তাঁর অনুরাগীদের। বর্তমানে পুষ্পা সিনেমার হাত ধরে ছুয়েছেন মাইলস্টোন। কিন্তু সময় এগিয়েছে দিন এগিয়েছে, বদলেছে সময়ের চলন। কে পপ ইন্ডাস্ট্রিয়াল ফ্যান সংখ্যা বেড়েছে ভারতে, তেমনি ভারতের কাজের কদর হয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু এবার চমক আসলো দক্ষিণী অ্যাক্টর আল্লু আর্জুনের তরফ থেকে।
সম্প্রতি একটি ভিডিওতে অভিনেতাকে দেখা গিয়েছে কোরিয়ান গার্ল ব্যান্ড ট্রাইবের সঙ্গে একটি গানে পারফর্ম করতে। আবার এই গানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিকও। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কে পপ ইন্ডাস্ট্রির এই মেলবন্ধন যেন দুই দেশের মেলবন্ধন। এত সুন্দর একটি কোলাবারেশনে মুগ্ধ দর্শক। শুধু তাই নয়, কোরিয়ানদের আঙুল দিয়ে যে হার্ট শেপ সেটাও করেছেন অভিনেতা।
একদিকে আল্লু আর্জুন তাদের হার্ট শেপ করলে পিছিয়ে নেই ট্রাইব ব্যান্ডের সদস্যরাও। পুষ্পার সিগনেচার স্টেপে নাচ করলেন তাঁরাও। আরমান মালিক বলেছেন, এই ধরনের কোলাব এর আগে কখনো হয়নি। সত্যিই খুব ভালো লাগছে। এ ঘটনায় উসকে গিয়েছে খানিকটা কেপ অফ ইন্ডাস্ট্রির ভারতীয় ভক্তরা। তাঁর বলেছেন যেখানে আল্লু আর্জুন এবং আরমান মালিকের মতো আর্টিস্টরা কাজ করছে করিয়ানদের সাথে সেখানে ভারতে এখনো কোরিয়ানদের কাজ এবং তাঁদের ভাষা নিয়ে প্রশ্ন করা হয়।
আর এ ধরনের কাজে খুব বেশি উৎসাহিত হয়ে যান কে পপ ইন্ডাস্ট্রির ভারতীয় ভক্তরা। ইতিমধ্যেই তাঁরা আল্লু আর্জুনকে অনুরোধ করতে শুরু করেন যে তিনি যেন ব্ল্যাকপিংক এবং বিটিএস এর সাথেও কোলাবোরেশন করেন। এর আগে এই ধরনের কোলাবরেশন দেখতে না পাওয়ায় ভারতীয় ভক্তরা এখন বেশ খুশি। ভবিষ্যতে তাঁরা এরকম আরো অনেক ধরনের কাজ দেখতে চাইছেন। তাঁদের বক্তব্য এভাবেই ভারতীয় আর্টিস্টদের আন্তর্জাতিক মহলে কদর বাড়বে আর সাথে বাড়বে ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় কলার প্রভাব।
View this post on Instagram