বিগবির সাথে দ্বিতীয়বার অভিনয় করার সুযোগ পেলেন খরকুটোর পটকা! অম্বরীশ জানালেন নিজের অভিজ্ঞতা

এই নিয়ে পরপর দুইবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাথে কাজ করলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। শাহেনশার সাথে কাজ করার অভিজ্ঞতাই আলাদা, সে কথা এক বাক্যে স্বীকার করে নিলেন খড়কুটোর পটকা। একটি বিজ্ঞাপনে ফের একসাথে শ্যুটিং করলেন অম্বরীশ ভট্টাচার্য ও অমিতাভ বচ্চন। শুটিংয়ের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবিও শেয়ার করলেন পটকা আর তার সাথে এক স্ক্রিনে বিগ বির ছবি তাই স্বাভাবিকভাবে মুহূর্তের মধ্যেই সেই ছবি হলো ভাইরাল।
আরও পড়ুন: গত কয়েক বছর ধরে ডেট করার পর এবার কি বিয়ের পিঁড়িতে? অর্জুন-মালাইকা থেকে তেমনই ইঙ্গিত
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে যে একটি টেবিলের সামনে বসে আছেন অম্বরীশ আর পাশের চেয়ারে বসে আছে অমিতাভ বচ্চন। সামনে একটি টেবিলে দুটি গ্লাসে জুস রাখা আছে। দুজনেই রাত পোশাক পরে আছেন। বিগ বির সাথে কথাবার্তা বলতে বলতেই কয়েকটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সাথে দিয়েছেন চমকপ্রদ ক্যাপশন-“এক জীবনে আরও একবার অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য হলো। আজ মুম্বইয়ে সুজিত সরকারের পরিচালনায় সেই শুটিং এর কিছু মুহূর্ত।”
অভিনেতা অম্বরীশের কথায় আগের থেকে এখন শাহেনশার ত্বকের জৌলুস আরো বেড়ে গিয়েছে। অভিনেতা কে নিজের মেকাপ ভ্যানও ঘুরিয়ে দেখিয়েছেন অমিতাভ। অম্বরীশ এ প্রসঙ্গে বলেন,“ছোটখাটো চলন্ত বাড়ি। বসার ঘর থেকে বই পড়ার ঘর, সব আছে সেখানে।” এই বিজ্ঞাপনে বিগবি ও অম্বরীশের পাশাপাশি আরও একজনকে দেখা যাবে। অম্বরীশের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকে। অভিনেত্রী কেমন জিজ্ঞেস করতেই পটকা বললেন, ভারী মিষ্টি মেয়ে, ভীষন বিনয়ী। অভিনেতা চল্লিশটি বিজ্ঞাপনী ছবি করেছেন জানার পর প্রতিপদে জিজ্ঞেস করে নিয়েছেন তাকে।
আরও পড়ুন: উত্তাল হয়ে উঠেছে নর্থ – ইস্ট! আয়ুষ্মানের সাথে এক অন্য ভারতের গল্প খুব শিগগির আসতে চলেছে পর্দায়
গত বৃহস্পতিবার সুজিত সরকারের আগামী বিজ্ঞাপনের এই ছবির শুটিং হয়েছিল মুম্বাইতে আর বুধবার স্থির ছবি তোলা হয়েছে। এই বিজ্ঞাপনটির জন্য তাই বুধবারই মুম্বাই যান অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে চার বছর আগে ২০১৮ তে এরকমই একটি বিজ্ঞাপনে একবার অমিতাভ বচ্চনের সাথে শ্যুট করেছিলেন পটকা। অভিনেতা ভেবেছিলেন সে কথা ভুলে গিয়েছেন বিগ বি, কিন্তু সিনিয়র বচ্চনকে সে কথা বলতেই দেখলেন ৭৯ বছর বয়সে এসেও সব মনে রেখেছেন অমিতাভ। অভিনেতার কথায়, “আমিও ভেবেছিলাম নির্ঘাত ভুলে গিয়েছেন। পাশে বসে সে কথা বলতেই চার বছর আগের স্মৃতি নিমেষে ছড়িয়ে দিলেন! ওর স্মৃতিশক্তি দেখে আমি অবাক। বচ্চন স্যার হাসতে হাসতে বললেন, স্মৃতিরাই তো সঙ্গী আমার!”