বিনোদন

“কিন্তু ওই কাজ করে আমি টাকা পেয়েছি” – বিতর্কিত পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খিলেছিলেন বিগ বি !

সারা দেশ জুড়ে বর্তমান সময়ে সবথেকে জ্বলন্ত ইস্যু হলো পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক। বলিউড অভিনেতাদের নিয়েই এই বিতর্কের মূল সূত্রপাত। সারা দেশে নিন্দার ঝড় উঠেছে এই বিতর্ক নিয়ে। অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমার তিনজনকেই রীতিমতো ব্যাঙ্গের শিকার হতে হচ্ছে বিগত কয়েক বছর ধরে। তবে এই বিতর্কে ফের নতুন করে নাম জড়িয়েছে বিগ বির। কিন্তু ভাবছেন তো হঠাৎ অমিতাভ বচ্চনের নাম কেনো জড়িয়ে তাঁকে একহাত নিচ্ছেন নেটিজেনরা? সেই প্রসঙ্গেই আসা যাক এবার। বিগ বি কেও বছর খানেক আগে এই তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অমিতাভ বচ্চনকে ফের টেনে নিয়ে এসে ব্যঙ্গ করা হচ্ছে।

আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা হয়েও বাড়ির ড্রাইভারকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা! নেটিজেনদের মুখে প্রশংসা তাদের প্রিয় বুম্বাদার জন্য

এক বছর আগে অমিতাভ বচ্চনকে এই বিজ্ঞাপনের জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল। তবে ভক্তদের এত পছন্দের বিগ বিকে তামাকজাত দ্রব্যের দেখে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন জনতা। অনেক ভক্ত আবার বহু কটূক্তি করেছিলেন। তবে বিগ বি মোটেই চুপ থাকার পাত্র নন, সমালোচকদের একেবারে কড়া হাতে তিনি জবাব দিয়েছিলেন। আগের বছর ১৭ সেপ্টেম্বর বিগ বির করা একটি ফেসবুক পোস্টে বিজয় কল্লা নামের একজন ভক্ত লিখেছিলেন, “প্রণাম স্যার, আপনাকে একটাই প্রশ্ন করার ছিল। আপনি পানমশলার বিজ্ঞাপন করতে গেলেন কেন বলুন তো? আপনার সঙ্গে ক্ষুদ্র তারকাদের মধ্যে ফারাটাই বা কী রইল?”

তবে অমিতাভ বচ্চন সেই ভক্তকে অত্যন্ত ভদ্রভাবে তাঁর কথার জবাব দিয়েছিলেন, “মান্যবর, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু, কোনও ব্যবসায় কারও উন্নতি হলে এটা ভাববেন না আমরা কেন তাঁর সঙ্গে জুড়ছি। হ্যাঁ, এটাই মনে রাখবেন যে আমরা সকলেই ব্যবসা করছি। আপনার হয়ত মনে হচ্ছে, আমি যেটা করেছিলাম, তা করাটা উচিত কাজ হয়নি। কিন্তু, ওই কাজ করে আমি টাকা পেয়েছি।”

আরও পড়ুন: ৬০ বছর বয়সেও তিনি যেনো এভারগ্রীন! চড়া মেকাপে মঞ্চে “আর কত রাত একা থাকবো” গান ধরলেন অভিনেত্রী দেবশ্রী রায়

তবে পরবর্তী সময়ে Anti Tobacco Organization এর একান্ত অনুরোধে তিনি এই বিজ্ঞাপন থেকে সরে গিয়েছিলেন। সংস্থা দাবি জানিয়েছেন, যেহেতু দেশের তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ বিগ বিকে অনুপ্রেরণা হিসেবে দেখে সেই কারণে এই তামাকজাত বিজ্ঞাপন দেখলে তারাও অনুসরণ করবে। তারপরেই জনস্বার্থে অমিতাভ বচ্চন এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এমনকি প্রমোশনের জন্য নেওয়া টাকা ফেরত দিয়েছিলেন।

Related Articles

Back to top button