“এই মুভসগুলোর বেশিরভাগই অভিষেকের দেখে শেখা।”- খাইকে পান বানারাসওয়ালা’ গানে নেচেছিলেন অমিতাভ বচ্চন!

যেকোনো সন্তানের ক্ষেত্রে মা বাবা হয় তার প্রথম শিক্ষাগুরু। মা বাবার থেকেই সমস্ত কিছু শিখতে পারে সন্তানরা। তবে কিছু কিছু ক্ষেত্রে মা বাবারাও ছেলে মেয়ের থেকে কিছু কিছু জিনিস নিজের অজান্তে শিখে ফেলে। বিগ বির ক্ষেত্রে ঠিক সেই ঘটনাই ঘটেছিল। ‘ডন’ ছবির বিখ্যাত গান খাইকে পান বানারাসওয়ালা’ তে ছেলে অভিষেকের পোজ নকল করে হুবহু নেচেছিলেন অমিতাভ বচ্চন। তবে এই নাচের রহস্য ভেদ করতে শোনা গিয়েছিলো বছর খানেক আগে অমিতাভ বচ্চনকে। তবে ফের সেই স্মৃতি নিয়ে ইনস্টাগ্রামে নস্টালজিক হলেন অমিতাভ বচ্চন। অভিষেকের নতুন ছবি ‘দসভি’ নিয়ে তিনি ফের তাঁর আগের এই স্মৃতি মনে করেছেন।
অমিতাভ বচ্চন মুগ্ধ হয়েছেন নিজের ছেলে অভিষেক বচ্চনের ‘দসভি’তে। সেই কথা তিনি সবার সামনে এর আগেও অনেকবার জানিয়েছেন। ‘দসভি’ ছবির হিট গান ‘মাচা মাচা রে’তে নাচ করতে দেখা গেলো অমিতাভ বচ্চনকে। তবে এর পেছনেও রহস্য রয়েছে। বচ্চন পুত্রের একজন ভক্ত অভিষেকের গানটির সঙ্গে ‘ডন’ ছবির ‘খাইকে পান বানারাসওয়ালা’ গানের দৃশ্যগুলো জুড়ে দিয়েছেন। আর সেই দৃশ্য অমিতাভ বচ্চন নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন। তার সাথে সাথে বিগ বি তাঁর অনুরাগীদের এই কথাও জানিয়েছেন তিনি অভিষেকের দেখে দেখেই এই স্টেপ নকল করে শিখেছিলেন।
অমিতাভ বচ্চন নিজের ছেলের সম্পর্কে আরও জানিয়েছেন, সব মুভস গুলোই অভিষেকের কাছ থেকে রপ্ত করেছেন তিনি। আরোও জানিয়েছেন, ছেলে অভিষেক এভাবেই ছোটবেলায় নাচ করতেন। অমিতাভ অনুরাগীরা তাদের বিগ বির এভাবে স্মৃতি চরনা করতে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন। কেউ কেউ কমেন্ট করেছেন, নাচের মাধ্যমেও ডনকে ধরা মুশকিল নন অসম্ভব’। কেউ আবার লিখেছেন, ‘এই স্টেপ ভোলবার নয়, মনে গেঁথে আছে’। অভিষেক অভিনীত ছবি, ‘দাসভি’ গত ৭ এপ্রিল নেটফ্লিক্স এবং জিও সিনেমাতে মুক্তি পেয়েছে। ইয়ামি গৌতম, নিমরিত কৌর-সহ আরও অনেকেই রয়েছে এই ছবিতে।
ছবিটি মূলত তৈরি হয়েছে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব গঙ্গারাম চৌধুরীকে নিয়ে। যাঁর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ পুত্র অভিষেক বচ্চনকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিগ বির এমন নাচের ভিডিও একেবারে অনুরাগীদের মন কেড়ে নিয়েছে এককথায় বলাই যায়।
View this post on Instagram