বিনোদন

সারোগেসির মাধ্যমে জন্ম দেওয়া সন্তানকে হারিয়ে ছিলেন অমৃতা রাও

বলিউড ইন্ডাস্ট্রির অমৃতা রাও অত্যন্ত গোপনে বিয়ে সেরেছিলেন। ইন্ড্রাস্ট্রির কেউ‌ই জানতেন না অমৃতা আনমোলের এই বিয়ের কথা, পরবর্তীতে অমৃতা অন্তঃসত্ত্বা হলে তার বিয়ের কথা জানাজানি হয়ে যায়। তবে অন্তঃসত্ত্বা হ‌ওয়ার আগে তিনি সারোগেসির চেষ্টা করেন এবং ব্যর্থ হন। ‘বিবাহ’ সিনেমার অভিনেত্রী তার সেই কষ্টের কথায় শেয়ার করে নিয়েছিলেন তার ভক্তদের উদ্দেশ্যে। তার সন্তানকে হারিয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘‘কেন যাব? তুই কি আমায় ভোট দিয়েছিলিস?’’- দিদি নং ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী তনুশ্রীকে জবাব দিলেন মিমি চক্রবর্তী!

মাতৃত্ব নারীর জীবনের একটি গৌরবময় অধ্যায়। প্রতিটি নারীই চান মাতৃত্বের দোরগোড়ায় গিয়ে পৌঁছতে। কিন্তু এক্ষেত্রে অনেক সমস্যা ও বাধা রয়েছে। বিশেষত বর্তমান সময়ে মেয়েদের মধ্যে মাতৃত্বকালীন জটিলতা প্রায় বেড়েই চলেছে। ফলে অনেকেই সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিচ্ছেন। কিন্তু সারোগেসির ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ঠিক যেমন সারোগেট মাদার শারীরিক সমস্যার কারণে সময়ের আগেই জন্ম হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক এর কন্যা সন্তান মালতী মেরি জোনাসের। এইরকম‌ই সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে দুঃখজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বিবাহ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও।

নিজের ইউটিউব চ্যানেলে এদিন অমৃতা শেয়ার করেন সারোগেসির মাধ্যমে প্রাপ্ত সন্তানকে হারানোর দুঃখজনক ঘটনার কথা। তিনি জানান যে, তিনিও সারোগেসির মাধ্যমে মা হতে চেয়ে ছিলেন কিন্তু প্রথমেই তার সন্তানের মৃত্যু হয়। এরপর খুব কষ্ট পেয়েছিলেন তিনি। এরপর মা-বাবা হতে ইচ্ছুক অনুরাগীদের উদ্দেশ্যে অমৃতা বলেন, তারা যেন ভেঙে না পড়েন কারণ এই বিষয়টি মানুষের হাতে নেই।

আরও পড়ুন: সে যুগেও বেশ আধুনিক নারী ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিমলা, ছবিতে সায়নীর প্রথম লুকেই সেই চিত্র সামনে এসেছে

এক সময় ছিল যখন তিনি গর্ভধারণ নিয়ে যথেষ্ট ভয় পেতেন এবং তার শারীরিক অস্বস্তি হতো। গর্ভবতী অবস্থায় হওয়া শারীরিক পরিবর্তনের কথা ভেবে রাত্রেবেলা ঘুমোতেও পারতেন না তিনি। মানসিক উদ্বেগর সাথে দিন কাটছিল তার। এরপর অমৃতা ও আনমোল একের পর এক আইইউআই , আইভিএফ, সারোগেসির মাধ্যমে সন্তান পেতে চেয়েছিলেন। এমনকি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ওষুধের সাহায্যে‌ও সন্তান ধারণের চেষ্টা করেছিলেন। এইসময়‌ই সারোগেসির মাধ্যমে সন্তান নিতে গিয়ে প্রাপ্ত সন্তানকে হারিয়ে ছিলেন তিনি। অমৃতা বলেন, এখনো সেই দিনটির কথা মনে পড়লে তার ভীষণ কষ্ট হয়।

এরপর থাইল্যান্ডের বালিতে হানিমুনে গিয়ে গর্ভবতী হয়ে পড়েন অমৃতা। ২০২০ সালের নভেম্বর মাসে এরপর অমৃতার কোল আলো করে পুত্র সন্তানের জন্ম হয়। তাদের সন্তানের নাম বীর।

Related Articles

Back to top button