কেকে বিতর্ক এখন স্তব্ধ,হঠাৎ পুরীতে একটা খুন! কলকাতা থেকে পুরী যাচ্ছেন গায়ক রূপঙ্কর বাগচী! কি এমন ঘটল সেখানে?

কয়েক মাস আগেই বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচীকে নিয়ে বেশ সরগরম হয়েছিল শহরে। জনপ্রিয় গায়ক কেকে কে নিয়ে অপমানজনক কথা বলায় ট্রলার সম্মুখীন হয়েছিলেন তাকে। তবে এবার দেখা গেল বাগচীকে কলকাতা থেকে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে পুরী যেতে। তবে কি বিরক্ত হয়ে একটু একাকী সময় কাটাতে চাইছেন গায়ক? না ব্যাপারটা ঠিক তা নয়। গায়ক যাচ্ছেন পুরীতে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। জানা যাচ্ছে শুধু রূপঙ্কর বাগচী নন টলিউডের আরো কয়েকজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরাও যাবেন। গানের পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রেও কাজ করতে চান গায়ক।
শোনা যাচ্ছে অঞ্জন দত্তের পরিচালনায় হৈচৈ তে আসতে চলেছে এক নতুন রহস্য রোমাঞ্চ সিরিজ। সিরিজের নাম “মার্ডার বাই দ্যা সি”। এটি পরিচালক অঞ্জন দত্তের দ্বিতীয় রহস্য মঞ্চ সিরিজ। পাহাড় ছেড়ে এবার জগন্নাথ ধামে শ্যুট হতে চলেছে অঞ্জন দত্তের দ্বিতীয় রহস্য মঞ্চ সিরিজের।
প্রসঙ্গত সিরিজের গোয়েন্দা এক নারী চরিত্র। নাম অর্পিতা সেন। এবং তার স্বামীর নাম হবে রাজা সেন। এই সিরিজে মুখ্য চরিত্র অর্পিতা সেন এবং রাজা সেনের চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায় এবং রূপঙ্কর বাগচী। শোনা যাচ্ছে শুধু অঞ্জন দত্ত, রূপঙ্কর বাগচী এবং অনন্যা চট্টোপাধ্যায় নয় থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, তৃণা সাহা, সুপ্রভাত দাস, নীল মুখোপাধ্যায়রাও।
সিরিজের গল্প সম্বন্ধে জানা গেছে, পুরীতে হাওয়া বদলে যাওয়া এক সম্ভ্রান্ত পরিবারে কর্তার খুন হবে। আবার অন্যদিকে গোয়েন্দা অপর নাম যাবেন তার স্বামীর সাথে হাওয়া বদলে পুরীতেই। সেখানেই দুজনে মিলে এই সমস্যার ঘোড়ায় পৌঁছবেন। পর্দা ফাঁস করবেন গল্পের। পাহাড়ের নেশা ঘাটিয়ে এবার নিজের নিজের সিরিজের শুট করতে চলেছেন অঞ্জন সমুদ্রে।