অন্য পুরুষে আসক্ত অঙ্কুশ! সমকামিতা প্রকাশ পাওয়ায় সম্পর্ক ভাঙলো অঙ্কুশ ঐন্দ্রিলার? কে সেই পুরুষ জানলে অবাক হয়ে যাবেন!

অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্কের কথা সবাই রীতিমতো জানেন। দীর্ঘ ১১ বছরের প্রেম তাদের। একে অন্যকে ভীষণ ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার দীর্ঘমেয়াদি সম্পর্কে এইবার ধরলো ভাঙলো। ঐন্দ্রিলার প্রেমিক হাতছাড়া হয়ে গেলো, হ্যাঁ তাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি, তাকে সহ্য করতে না পেরে সম্পর্ক ভেঙে গেল ঐন্দ্রিলা আর অঙ্কুশের। যে তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক ভাঙলো সেই তৃতীয় ব্যক্তি আবার একজন পুরুষ! এত বছরের পর ঐন্দ্রিলা জানতে পেরেছেন তার বয়ফ্রেন্ড অঙ্কুশ হাজরা আসলে একজন সমকামী। তাকে ছেড়ে একজন পুরুষ পার্টনারকে ট্রেনের ভেতর চুম্বন করছে সে। এই দৃশ্য দেখে কার্যত তার মাথায় হাত পড়েছে। সব থেকে আশ্চর্যজনক ঘটনা হলো যে তৃতীয় ব্যক্তিকে চুম্বন করছেন অঙ্কুশ। সে এই ইন্ডাস্ট্রিরই একজন ব্যক্তি, সে আবার বিবাহিত।
আরও পড়ুন: সমস্ত সোশ্যাল সাইট থেকে নিজেকে সরিয়ে UPSC পাশ করা কলকাতার মেয়ে অঙ্কিতা জানালেন তার সাফল্যের রহস্য
না এই পুরো ঘটনাটাই আসলে সত্যি নয়। পুরোটাই একটা মজা বা মশকরা। অঙ্কুশের যে পার্টনারের কথা বলা হচ্ছে সে আসলে টলিউডের জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। ওমের স্ত্রী রয়েছেন, তার নাম মিমি দত্ত। সদ্য বিয়ে করেছেন মিমি-ওম। সুখে সংসার করছেন তারা আর ঐন্দ্রিলা অঙ্কুশের সম্পর্কও আগের মতোই জমজমাট হয়ে আছে। তবে এই মস্করা কেন? আসলে একঘেয়েমি বিরক্তি ভাব কাটাতে এবং অনুরাগীদের একটু আনন্দ দিতেই এই ভিডিওটি শ্যুট করেছেন তারা।
ভিডিওতে দেখা যাচ্ছে মিমি, ঐন্দ্রিলা, ওম, অঙ্কুশ চারজনেই আছেন। শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির বিখ্যাত গান ‘জারা সা ঝুম লুমে’ গানটি বাজছে আর এই গানে লিপ মেলাচ্ছেন ঐন্দ্রিলা মিমি। আর তাদের কে এই গানের দ্বিতীয় লাইন ‘না রে বাবা না’ করে থামাচ্ছেন অঙ্কুশ আর ওম।
আরও পড়ুন: ভোজন রসিক ঋতুপর্ণকেও শেষের দিনগুলোতে খেতে হতো সেদ্ধ সেদ্ধ খাবার!
এরপর দেখা যায় ঐন্দ্রিলা ও মিমি যখন পিছন দিকে হাঁটতে শুরু করেন তখন অঙ্কুশ আর ওম একে অপরকে ঠোঁটে চুম্বন করতে এগিয়ে যান। অর্থাৎ এই ভিডিওতে তারা বোঝাতে চান যে, তারা সমকামী বলেই এতক্ষণ এই দুই নারীকে না বলছিলেন। এই পুরোটাই একটি মজার ছলে করা তা আর বলার অপেক্ষা থাকে না। ভিডিওটি শেয়ার করে ঐন্দ্রিলা ইনস্ট্রাগ্রামে ক্যাপশন লিখেছেন যে ,“don’t judge a book by its cover. wait till end”। বলাই বাহুল্য ভিডিওর শেষটা দেখে সবাই যেমন চমকে গিয়েছেন তেমনি এটি সকলেই খুব উপভোগ করেছেন।
View this post on Instagram