অবশেষে ১৪ দিন পর স্বামীর পারলৌকিক কাজ সম্পন্ন করলেন স্ত্রী সংযুক্তা, অভিষেকের পারলৌকিক কাজে হাজির অঙ্কুশ ঐন্দ্রিলা থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রীরা

দেখতে দেখতে কেটে গিয়েছে ১৪ টা দিন। এখনও সকলের মনেই স্মৃতি একেবারে টাটকা রয়েছে। গত ২৪ মার্চ হঠাৎই বুধবার ভোররাতে মৃত্যু হয় বাংলা সিনেমা জগতের একজন অতি জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে অত্যন্ত ব্যথিত হয়েছিল সারা বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টেলিভিশনের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পরেও কাজ পাগল মানুষটা একটি দিনের জন্যও কাজ থেকে বিরতি নেননি। শরীরের প্রতি সেই অবহেলাই শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিলো। কাউকে বুঝতেও সময় দিলেন না। মৃত্যুর আগের দিনই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তারপরও কাজ চালিয়ে গিয়েছেন।
১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে রবিবার স্বর্গীয় অভিষেক চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হলো। নিজের বাসভবনেই শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। রজনীগন্ধা ফুলের মালায় সমস্ত জায়গা টিকে সাজিয়ে তোলা হয়েছিল। অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সারা ঘরে অভিনেতার বিভিন্ন বয়সের বিভিন্ন ছবি সাজিয়ে রাখা হয়েছিল। ঘরের মাঝখানে একটি সাদা কালো ছবি ফুল দিয়ে সাজিয়ে রেখে তার সামনে শ্রাদ্ধের কাজের সমস্ত আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: জি বাংলার ‘রান্নাঘর’-এ মা কে নিয়ে জমিয়ে রান্না টলি অভিনেত্রী শ্রুতির, বিয়ে নিয়ে দিলেন গোপন খবর!
শ্রাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠানে টলিপাড়া থেকে শুরু করে বহু টেলি অভিনেতা অভিনেত্রীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে অভিনেতার বাড়িতে হাজির হয়েছিলেন। অভিষেক চট্টোপাধ্যায় এর বহুদিনের বন্ধুরা কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবনী সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন , দুলাল লাহিড়ী, শুভাশীষ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীরা উপস্থিত হয়েছিলেন এইদিন। বুকে পাথর চেপে সাদা পোশাক পরিহিত অবস্থায় স্বামীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন স্ত্রী সংযুক্তা। এই প্রসঙ্গে বলা যায়, কিছুদিন আগেই অভিনেতার মৃত্যুর পরেই গুজব রটে অভিনেতার মৃত্যুর পরে আর্থিক দুরাবস্থার সম্মুখীন হয়েছেন অভিনেতার স্ত্রী এবং মেয়ে।
এই গুজবের যোগ্য জবাব দিয়েছেন সংযুক্তা। তিনি জানিয়েছেন, যখন প্রকৃত দুর্দিন চলছিল, তখন তাঁদের লক্ষ্মীর ভাঁড় ভেঙে পর্যন্ত সংসার চালাতে হয়েছিল, সেইসময় কেউ ব্যক্তিগতভাবে সমবেদনা টুকু জানাতে আসেননি, এই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে অভিনেতার স্ত্রী সংযুক্তা অভিষেক চট্টোপাধ্যায় এর প্রোফাইল থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, অভিনেতা ইহজগত থেকে বিদায় নিলেও তিনি একজন দায়িত্বশীল পিতা এবং স্বামী ছিলেন তাই তিনি তাঁর অবর্তমানে স্ত্রী মেয়ের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে সুরক্ষা করেই গিয়েছেন। তাই এই বিষয়ে গুজব রটানো থেকে বিরত থাকার কথা জানিয়েছিলেন।