বিনোদন

পাঞ্জাবি গায়ক সিধুর মত আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারের ফোন এসেছিলো অরিজিতের কাছেও! ৫ কোটির বদলে যা করেছিলেন গায়ক!

যার গান শুনে আট থেকে আশি মুগ্ধ হয়ে যান, যার গানের গলায় নস্টালজিক হয়ে যান মানুষজন, ফিরে যান অতীতের প্রেমের দিনে, তিনি আমাদের সবার প্রিয় গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি এক দুষ্কৃতী হামলায় পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর কানাডার গ্যাংস্টার গোল্ড ব্রার ফেসবুকে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেন। এরপরই চাঞ্চল্যকর তথ্য সকলের সামনে আসে, শোনা যাচ্ছে যে সিধুর মতো বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিতের কাছেও আন্ডারওয়ার্ল্ডের হুমকি ভরা ফোন এসেছিলো।

আরও পড়ুন: অন্য পুরুষে আসক্ত অঙ্কুশ! সমকামিতা প্রকাশ পাওয়ায় সম্পর্ক ভাঙলো অঙ্কুশ ঐন্দ্রিলার? কে সেই পুরুষ জানলে অবাক হয়ে যাবেন!

২০১৫ সালে গ্যাংস্টারের কাছ থেকে প্রায়‌ই ফোন আসতো অরিজিতের কাছেও। ২০১৫ তে অরিজিৎ সিং আর অরিজিৎ সিং এর ম্যানেজার তারসেন আন্ডারওয়ার্ল্ডের থেকে ফোন পান। আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারির থেকে ফোন আসতো তাদের কাছে। এই ফোনে প্রথম দিকে ৫ কোটি টাকা দাবি জানানো হয়েছিলো এরপর অত টাকা ঠিক সময়ে যোগাড় করতে না পারলে ফ্রিতে বেশ কয়েকটি শো করে দিতে হয় অরিজিৎকে।

এই প্রসঙ্গে গায়ক অরিজিৎ জানান, “এক প্রোমোটারের সাথে সেই সময় বাজেট নিয়ে খুব দরদাম চলতে থাকে। অনেক কম টাকায় ও শো করতে বলেছিল। সেই প্রোমোটারের যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারির সঙ্গে। আমার ম্যানেজারের ওপর অনেক চাপ দিয়েছিল। আমি স্টুডিওতে থাকলে ফোন ধরি না আর পূজারি তারসেনকে চাপ দিচ্ছিলো অনেক। ও ভয় পেয়ে আমায় সব জানায়। আমরা পুলিশে অভিযোগ করি।”

আরও পড়ুন: সমস্ত সোশ্যাল সাইট থেকে নিজেকে সরিয়ে UPSC পাশ করা কলকাতার মেয়ে অঙ্কিতা জানালেন তার সাফল্যের রহস্য

এই ডন সম্পর্কে আরো বলেন গায়ক, “আমি পূজারীকে চিনতামও না। আর আমার কাছে সোজাসুজি কোনো ফোন আসেনি। আমাকে বলা হয় কয়েকটা শো তে ফ্রিতে গান গেয়ে দেওয়ার। আর আমার ম্যানেজার সেই দাবি মানতে বাধ্য হয়। টাকার কথা সোজাসুজি কিছু বলা হয়নি আমাকে। আর আমি অত রোজগারও করতাম না।”

প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাবি গায়ক সিধুর মৃত্যুর পর শোনা যাচ্ছে যে বেশ কয়েক বছর ধরে এ রকম হুমকিমূলক ফোন পাচ্ছিলেন তিনি। এরপর ২৯ শে মে মৃত্যু হয় সিধুর, তার মৃত্যুর পর কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেন। শোনা যাচ্ছে এই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লরেন্স বিষ্ণোই‌ও গোল্ডি ঘনিষ্ঠ গ্যাংস্টার। পুরো ঘটনাটি সামনে আসার পর বিনোদন জগত আতঙ্কিত আন্ডারওয়ার্ল্ডদের গ্যাংস্টারদের নিয়ে।

Related Articles

Back to top button