বিনোদন

আসল বাঙালি হওয়ার পরিচয় দিলেন অরিজিৎ সিং! ন্যাশনাল টিভি চ্যানেলে একের পর এক লতা মঙ্গেশকরের বাংলা গান গাইলেন অরিজিৎ, মুগ্ধ হয়ে গিয়েছেন শ্রোতারা

ভারতের একজন স্বনামধন্য প্রবাদপ্রতিম গায়িকা হলেন লতামঙ্গেশকর। একাধিক জাতীয় পুরস্কার এর সাথে পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার কন্ঠে মুগ্ধ হয়ে যান সকলে। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত। তার অসাধারণ গলার জন্য সকলে বলেন, তার কণ্ঠে নাকি সাক্ষাৎ মা সরস্বতী বাস করেন। এই বছর ফেব্রুয়ারি মাসে প্রবাদপ্রতিম এই গায়িকার মৃত্যুর পর সংগীত জগতে নেমে আসে শোকের ছায়া। আজও তার অনুরাগীরা তার মৃত্যু ভুলতে পারেননি।

আরও পড়ুন: দক্ষিণ ভারতের প্রশ্ন ছবির সাফল্যের পিছনে রয়েছে বাঙালি ছেলে সাগরের অবদান! মালদার সাগর এবার পাড়ি দেবে হলিউডে!

সম্প্রতি লতামঙ্গেশকরকে শ্রদ্ধা জানাবার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল স্টার প্লাস।‌ কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর এই অনুষ্ঠানটির নাম ‘নাম রহে জায়েগা’‌। এই অনুষ্ঠানে ভারতীয় সংগীতের ১৮ জন শিল্পী একজোট হয়ে লতাজির গাওয়া বিখ্যাত সমস্ত গান পরিবেশন করছেন এবং তার মধ্য দিয়েই লতাজির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। অন্যান্য শিল্পীদের সাথে এই অনুষ্ঠানে লতাজিকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বাংলার গর্ব তথা মেলোডি কিং অরিজিৎ সিং। নিজের গানের মাধ্যমে তিনি এবার কিংবদন্তি গায়িকাকে শ্রদ্ধা জানান।

এমনিতেই ‘নাম রহে জায়েগা’ অনুষ্ঠানটি হটস্টারে রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছে। তারপর অরিজিৎ সিং এর গান বলে কথা, তা ভক্তদের মনে আরও একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। অরিজিৎ সিং এর গলা মানে তো এমনিতেই দুর্ধর্ষ, তার ওপর তার গলায় লতার গান সে যেন আলাদা আর এক আবেগ। অরিজিৎ সিং যখন গাইছেন, ‘হায় হায় প্রাণ যায়’ তখন শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছেন।কখন‌ও আবার অরিজিৎ সিং গাইছেন, লতার বিখ্যাত গান- ‘যারে উড়ে যারে পাখি’-আবেগঘন তার এই গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন শ্রোতারা। কখনো আবার অরিজিৎ গেয়েছেন, ‘দে দোল দোল দোল তোল পাল তোল’। কখনো আবার, ‘না মন লাগে না’ গেয়ে উঠেছেন। অরিজিৎ এর কন্ঠে এইসব গান শুনে সমস্ত শ্রোতারাই এক বাক্যে স্বীকার করছেন যে লতাজির গাওয়া এই গান যেন নতুন প্রাণ খুঁজে পেল বাঙালি গায়ক এর মধ্যে।

আরও পড়ুন: সুস্থ ও ফিট থাকতে কী স্বাস্থ্যসম্মত রান্না খান মুকেশ আম্বানি? বাড়ির রাঁধুনির মাইনে লাখ লাখ টাকা! রাঁধুনির জন্য রয়েছে বীমার সুবিধাও!

প্রসঙ্গত উল্লেখ্য লতা জি কে গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে অরিজিৎ সিং ছাড়াও যারা উপস্থিত রয়েছেন তারা হলেন সনু নিগম, আলকা ইয়াগ্নিক, নীতিন মুকেশ, নীতি মোহন, শংকর মহাদেবন, সাধনা সারগাম, উদিত নারায়ন,শান, কুমার শানু অমিত কুমার, যতীন পন্ডিত, জাভেদ আলী, স্নেহা পান্থ, পালক মুচল, অন্বেষা দত্ত গুপ্ত, ঐশ্বর্য মজুমদারের মত সংগীতজগতের তারকারা। এই অনুষ্ঠানে লতাজির পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। সেইসঙ্গে গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি লতাজির কর্মজীবনের নানান রকম দিক তুলে ধরা হবে। মোট আটটি পর্বে অনুষ্ঠানটি ভাগ করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যেই চারটিপর্ব মুক্তি পেয়েছে এখনো রয়েছে বাকি ২ টি পর্ব।

Related Articles

Back to top button