মালাইকা আরোরা সঙ্গে প্রেম করতে গিয়েই পথে বসতে হলো অর্জুন কাপুর কে, টাকা না থাকায় বিক্রি করে দিতে হল বান্দ্রার ২০ কোটি টাকার ফ্ল্যাট

খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা। চলতি বছর শীতেই নভেম্বর বা ডিসেম্বর মাসেই বিয়ের দিনক্ষণ ঠিক হতে পারে বলেই অনুমান সকলের। দুজনেই দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছেন এবং বর্তমানে তাদের বিয়ের আলোচনাও উঠেছে। গত বছর অর্জুন এবং মালাইকার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তখনই জানা যায় যে অর্জুন কাপুর মালাইকা অরোরার বিল্ডিংয়ে একটি 4BHK ফ্ল্যাট কিনেছেন। তবে এবার এই সূত্রের খবর এ জানা যাচ্ছে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অর্জুন কাপুর। অর্জুন কাপুর বান্দ্রার বিল্ডিংয়ের ১৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন। এটি 4364 বর্গফুটে নির্মিত। তিনি ওই ফ্ল্যাটটি মোট ২০ কোটি টাকায় কিনেছেন। জুহুর রাহেজা অর্কিডের সপ্তম তলায় থাকেন অর্জুন কাপুর। সেই ফ্ল্যাট টি এবার ১৬ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন অভিনেতা।
নথিতে স্বাক্ষর করেছেন অর্জুনের বোন অনশুলা কাপুর। জুহুর রাহেজা অর্কিডের সপ্তম তলায় থাকেন অর্জুন কাপুর। অর্জুন কাপুর তার ফ্ল্যাট বিক্রি করার এক সপ্তাহ আগে, হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখকরণ কুন্দ্রা একই বিল্ডিংয়ে তার ফ্ল্যাটটি ১৪ কোটি টাকায় কিনেছিলেন। ২০২০ সালের মার্চ মাসে, সোনাক্ষী সিনহাও একই বিল্ডিংয়ের ১৬ তলায় ১৪ কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন। তিনি ছাড়াও ফ্ল্যাটের জন্য ১৪.৫ কোটি টাকা দিয়েছিলেন ক্রিকেটার পৃথ্বীশ। নবাব মালিকের ছেলে ফারাজ মালিকও একই ভবনের ১৯ তলার ফ্ল্যাটে ৯.৯৫ কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন।
পশ্চিম বান্দ্রার ওই ৮১ অরিয়েট ভবনে ফ্ল্যাট কিনেছিলেন মালাইকা আরোরারও। তবে মালাইকার দাবি ছিল, ১৪.৫ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বুক করলেও হাতে পাননি ফ্ল্যাট। এই নিয়ে পরবর্তী কালে আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। যদিও এই ব্যাপারটা পরে মিটমাট হয়ে গিয়েছে। অবশেষে সেই বাড়ির চাবি হাতে পান অভিনেত্রী।