বিনোদন

দিদি লতার মতো নাচছে খুদে! দেখেই কেঁদে ফেললেন ছোট বোন আশা!

জি টিভির অন্যতম একটি রিয়েলিটি শো ‘ ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স’ এ এইবার অন্যভাবে সম্মান জানানো হলো সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। সেখানে নাচের পাশাপাশি এইবার উঠে এলো লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সম্পর্কের কিছু ঝলক আর তা দেখেই আবেগপ্রবণ হয়ে উঠলেন বোন আশা ভোঁসলে। বিচারকের আসনে থেকে দিদির সাথে তার সম্পর্কের অনুকরণ করা হচ্ছে দেখে অশ্রুসিক্ত হয়ে উঠলেন স্বনামধন্য এই গায়িকা। বড় দিদিকে হারানোর যন্ত্রণা আর‌ও একবার ফুটে উঠল তার চোখে-মুখে।

আরও পড়ুন: স্কুলে মারপিট করে নাক ও দাঁত দুটোই ভেঙেছিলেন রান্নাঘরের সুদীপা

জি টিভির তরফ থেকে সম্প্রতি ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স’এর পরবর্তী এপিসোডের প্রোমো শেয়ার করা হয়েছে। সেই প্রোমো এপিসোডে দেখা যাচ্ছে, এই রিয়েলিটি শোয়ের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। এই মঞ্চেই আশা ভোঁসলের সামনে দুই প্রতিযোগী গায়িকা লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের অনুকরণে নাচের মাধ্যমে তুলে ধরেন দুই বোনের সম্পর্ক। নাচের সময় দুই প্রতিযোগী লতা ও আশার মতোই পোশাক পরেছিলেন, যা দেখে চোখে জল চলে আসে আশা ভোঁসলের।

কিংবদন্তি লতা মঙ্গেশকর ছিলেন পাঁচ ভাইবোনের মধ্যে সবথেকে বড়। তাই দিদির প্রতি স্বাভাবিক ভাবেই তার টান অত্যধিক বেশি ছিল। এইদিন অশ্রুসিক্ত হয়ে আশা ভোঁসলে বলেন, “আমার দিদি হয়তো চলে গিয়েছেন কিন্তু এখনো আমার সঙ্গেই রয়েছেন।” অর্থাৎ তার বিশ্বাস যে, আজ‌ও তার দিদি লতা তার সঙ্গেই আছেন। তবে এইদিন মঞ্চে দুই প্রতিযোগীর পারফরম্যান্স দেখে আশা ভোঁসলের পাশাপাশি বিচারকের আসনে বসে থাকা মৌনি রায়‌ও কেঁদে ফেলেন।

বড় দিদি লতার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এইদিন ছোট বোন আশা বলেন, লতা যতদিন অবধি তার জীবনের সাথে জড়িয়ে থাকবেন ততদিন অবধি তার জীবনে রঙের বর্ষণ থাকবে। আশার কথায়,“ লতা দিদি যতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে আছেন, আমার জীবনে রঙের বর্ষণ হয়ে থাকবে।”

আরও পড়ুন: ক্যামেরার সামনে প্রণাম করলেও অফ ক্যামেরায় থাপ্পর মারতো প্রসেনজিৎ, দাবি অনামিকা সাহার

গত ৬ জানুয়ারি ৯২ বছর বয়সে লতার প্রয়াণের পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন আশা ভোঁসলে। তিনি নিজেদের শৈশবের ছবি ইনস্টাগ্রামের পেজে শেয়ার দিয়ে অতীতের মধুর স্মৃতি রোমন্থন করেছিলেন। বর্তমানে রিয়েলিটি শোয়ের মঞ্চে দুই প্রতিযোগীর পারফরম্যান্স দেখে আবার তিনি দিদির সাথে একাত্ম অনুভব করলেন। উল্লেখ্য, ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা,এরপর ৭০ বছরের দীর্ঘ কর্মজীবনে ২৫০০০ এর‌ও বেশি গান রেকর্ড করেছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। একাধিক সম্মানের পাশাপাশি ভারতরত্ন সম্মানে‌ও ভূষিত হয়েছিলেন কিংবদন্তি এই গায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by ZEE TV (@zeetv)

Related Articles

Back to top button