“বাবা আজ আমার প্রথম দিনের স্কুল, তোমার উপস্থিতি ও আশীর্বাদ প্রয়োজন আমার”- এবার স্কুলে যাওয়ার প্রথম দিনে বাবা অভিষেককে নিয়ে আবেগঘন পোস্ট মেয়ে ডলের

বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে ইতিমধ্যে বাংলা ছবির জগতে হারিয়ে গিয়েছে একজন উজ্জ্বল তারকা। তবে তিনি হারিয়ে গেলেও তাঁর উপস্থিতি আজও একইভাবে বর্তমান সমস্ত কাছের মানুষদের মনে। স্বর্গীয় অভিষেক চট্টোপাধ্যায় এর পারলৌকিক ক্রিয়াও সম্পন্ন হয়েছে গত রবিবার। সেখানে অভিনেতার বহু কাছের বন্ধু, আত্মীয় স্বজনদের উপস্থিতি ছিল অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
অভিনেতা হঠাৎই এত অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। স্ত্রী সংযুক্তা ও একমাত্র আদরের মেয়ে ডল বাবাকে হারিয়ে একেবারে একা হয়ে গিয়েছে। বাবা অন্ত মেয়ের প্রাণ ছিল তেমনই মেয়েকে চোখে হারাতেন বাবা অভিষেক। অভিষেক অভিনয়কে যেমন ভালোবাসতেন সেভাবেই পরিবার তাঁর কাছে সব ছিল। পরিবারের জন্য শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গিয়েছেন। চলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মেয়ের খোঁজ নিয়েছিলেন। এর থেকেই বোঝা যায় মেয়ে ডল কে তিনি কতোটা ভালোবাসতেন।
অভিনেতার মৃত্যুর পরেও সমালোচকরা নানা গুজব রটানো বন্ধ করেননি যদিও তার যথাযোগ্য জবাব স্ত্রী সংযুক্তা অভিষেকের ফেসবুক প্রোফাইল থেকে নিজেই দিয়েছেন। এমনকি ওইটুকু মেয়েও বাবার চলে যাওয়া নিয়ে কিভাবে সে মা কে সামলে রেখেছে সেই কথা বলেছিল। এবার সে বাবাকে নিয়ে আবার একটি পোস্ট করেছে।
আরও পড়ুন: গর্ত তৈরী করে চোর ঢুকেছিল মন্দিরে চুরি করতে, নিজের তৈরি গর্তেই শেষে আটকে পড়তে হলো! ভাইরাল হলো ভিডিও
আগেই অভিনেতার স্ত্রী বলেছিলেন, অভিষেকের ফেসবুক প্রোফাইল তিনিই চালাতেন। এবার মেয়ে ডল , ক্লাস সেভেনে উঠেছে। দীর্ঘদিন করোনা আবহে সমস্ত স্কুলগুলি বন্ধ ছিল। এবার খুলে যাচ্ছে। ক্লাস সেভেনে আজ তার প্রথম স্কুলে যাওয়ার দিন। যেহেতু বাবা তার অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন।তাই ক্লাসের প্রথম দিনে বাবার উদ্যেশ্যে মেয়ে একটি আবেগঘন পোস্ট করেছে, যেখানে লিখেছে, আমার “প্রিয় বাবা, আজ আমার ক্লাস সেভেনের প্রথম দিন স্কুল। তোমার উপস্থিতি আর আশীর্বাদ আমার খুব প্রয়োজন। আমি জানি তুমি সবসময় আমার সাথে আছো। ইতি তোমার প্রিয় ডল।” স্বাভাবিকভাবেই এমন পোস্ট দেখে চোখ ভিজেছে দর্শকদের।
অন্যদিকে এই পোস্টের নিচে অভিনেতার স্ত্রী সংযুক্তা আরও একটি পোষ্ট করে লিখেছেন, “দয়া করে আপনারা সবাই ওকে প্রচুর আশীর্বাদ করুন যেহেতু আজ ওর প্রথম দিনের ক্লাস সেভেনের শুরু।” এভাবেই তিনি মেয়ের জন্য সবার থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন। বাবাকে হারিয়ে ওইটুকু মেয়ে একা হয়ে মেয়ে মা সংযুক্তা সবসময় মেয়ের খেয়াল রেখেছেন। সকাল সকাল এমন আবেগ জড়িত পোস্ট দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। সেইসঙ্গে কমেন্ট বক্সে সমস্ত দর্শকরা ডলের জন্য অনেক শুভ কামনা করেছেন।