‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক! পুরস্কার প্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে

বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র মেয়ে কোয়েল মল্লিক যিনি আমাদের বাংলা সিনেমার যোগাতে একটি অত্যন্ত উজ্জ্বল তারকা হিসেবেই পরিচিত। দর্শক মহলে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা প্রচুর। সবসময় খুব একটা লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। কাজ বাদে নিজের পরিবার, ছেলের সাথেই সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। এবার অভিনেত্রীকে সম্মানিত করা হলো একটি বিশেষ পুরস্কার প্রদানের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে সেই অনুষ্ঠানের কিছু ছবি তিনি শেয়ার করে নিয়েছেন। যেখানে অভিনেত্রীকে একটি বিশেষ পুরস্কার হাতে দেখা গিয়েছে।
আইসিসি ইয়াং লিডার’স ফোরাম এর দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে কোয়েল মল্লিক অতিথির ভূমিকায় আমন্ত্রিত হয়েছিলেন যেখানে তাঁকে বিশেষ এক সম্মানে সম্মানিত করা হয়েছে এদিন। ‘প্রাইড অফ বেঙ্গল ‘নামক এই বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়েছে অভিনেত্রীকে। এইদিন অনুষ্ঠানে অভিনেত্রী কে উত্তরীয় পরিয়ে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। বরাবরের মতোই বেশ হাসি খুশি স্বতস্ফূর্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। সেইসঙ্গে মানানসই করে দারুন সাজে সেজেছিলেন।
এই দিন পুরস্কার বিতরণীতে অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের অর্গাঞ্জা শাড়ী, শাড়ির পুরো পাড় জুড়ে ছিল ফুল পাতার নকশা আঁকা। তার সাথে শ্যান্ডেলিয়র ইয়ারিং কানে ছিল, মাথায় ছিল একটি খোঁপা। আগের বছরই অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি বনি মুক্তি পেয়েছিল। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর লেখা কল্পভিত্তিক কাহিনীর ওপর নির্ভর করেই ওই ছবিটি তৈরি করা হয়েছিল। ফ্লাইওভার নামক আরও একটি ক্রাইম থ্রিলার মুক্তি পেয়েছিল অভিনেত্রীর অভিনয়ে। যেখানে তিনি একজন মহিলা সাংবাদিকের ভূমিকায় ছিলেন।
পুরস্কার বিতরণীর সমস্ত ছবি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ইয়াং লিডার’স ফোরামকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এইভাবে প্রাইড অফ বেঙ্গল সম্মানে ভূষিত করার জন্য। সেইসঙ্গে তিনি তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানাতে মোটেই ভুলে যাননি। তাঁর ভক্তদের তিনি বারবার ধন্যবাদ জানিয়েছেন, এত দূর তাঁর যাত্রাপথে সবসময় পাশে থেকে আশীর্বাদ দেওয়ার জন্য। তিনি নিজের একটি অত্যন্ত গর্বের মুহূর্তটিকে এইভাবেই অনুরাগীদের সাথে খুশি ভাগ করে নিয়েছেন। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক মানেই এক অন্যরকম স্বাদের ছবির উপহার থাকে দর্শকদের জন্য। সেইসাথে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা প্রকাশ্যে প্রচার করতে একেবারেই ভালোবাসেন না।