হেয়ার কালার ব্র্যান্ডের র্যাম্পে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, স্টাইলিস্ট লুকে মাতিয়ে দিলেন শো এর মঞ্চ!

বাংলা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবার হাজির একেবারে হট অবতারে! ওয়েস্টার্ন লুকে কাঁপিয়ে দিলেন র্যাম্প শো এর মঞ্চ। বহুদিন পর নায়িকার এমন লুকে কাবু নেটদুনিয়া। কিছুদিন আগে কলকাতায় স্ট্রিক্স প্রফেশন্যাল তাদের একটি ক্যালিডোস্কোপ এর প্রদর্শনীর আয়োজন করেছিল। যেখানে তাঁদের সংগ্রহে সব রকম আউটফিটের সাথে সব রকম চেহারার সাথে মানিয়ে হেয়ার কালার ছিল। হেয়ার কালার ব্র্যান্ডের মডেল রূপে র্যাম্প মাতিয়ে দিতে এইদিন অভিনেত্রীকে দেখা গেলো।
ঋতাভরীর আউটফিট ও চেহারার সাথে মানিয়ে গোলাপী বোহো হেয়ার কালারের ছোঁয়া চুলে লাগিয়ে মডেল এর ন্যায় র্যাম্প কাঁপালেল অভিনেত্রী। তাঁকে দেখে চেনাই যাচ্ছিল না। দিল্লির একটি ফ্যাশন শোতে উপস্থাপনা করা হয়েছিল অনুষ্ঠানটি। যেখানে সেলিব্রিটি হেয়ার স্টাইলিষ্ট হিসেবে রড অ্যাঙ্কার উপস্থিত হয়েছিলেন , এছাড়াও ছিলেন ফ্যাশন দুনিয়ার বহু সেলিব্রিটি মানুষেরা। তবে তার মাঝে মঞ্চে অভিনেত্রী ঋতাভরী নজর কেড়ে নিয়েছে সব্বার! একেবারে অন্যরকম লাগছিল এইদিনের শো তে।
ওয়েস্টার্ন আউটফিটের সাথে মানিয়ে একেবারে মুগ্ধ করে দিয়েছে এই লুক। হাই স্লিট গাউন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। চোখে ও মুখে ফ্যাশন শো এর কারণে মে কাপ এর ছটা ছিল বেশ উজ্জ্বল। যেখানে চোখে ছিল উজ্জ্বল রংয়ের আই শ্যাডো, উইং আই লাইনার, স্মোকি আইজ, সাথে ছিল গাঢ় বর্ণের লিপস্টিক সব মিলিয়ে একেবারে চোখ সরানো যাচ্ছিল না। একেবারে গ্ল্যামারাস লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। লুকের সাথে মে কাপ এর সাথে মানিয়ে বাকি সাজসজ্জা খুব সাধারণ করা হয়েছিল, যেখানে গলায় , হাতে কোনো অ্যকসরিজ বা গয়না কোনো কিছুই ছিলনা। র্যাম্প এ হাঁটার ক্ষেত্রে একটি অতি আবশ্যক জিনিস হলো জুতো। অভিনেত্রীর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, ড্রেসের সাথে মানিয়ে পায়ের স্টিল্যাটো একদম অন্যমাত্রা যোগ করেছিল। শো স্টপার হিসেবে ফ্ল্যামিঙ্গো চুল, উষ্ণ লুক, মানানসই সাজ, সবমিলিয়ে লাস্যময়ী রূপে একেবারে হট অবতারে হাজির সবার প্রিয় বাংলা অভিনেত্রী ঋতাভরী।
আরও পড়ুন: চোখ কপালে ওঠার জোগাড়! শেষ পর্যন্ত অভিনেতা দেব হাঁটলেন বামেদের মিছিলে! আসল রহস্য কি এর পেছনে?
প্রসঙ্গক্রমে বলা যায়, কিছুদিন আগেই ঋতাভরী চক্রবর্তী হবু স্বামীর সাথে কিছু রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। প্রথম তিনি জীবন সঙ্গীর সাথে পরিচয় করিয়েছিলেন। তারপর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী। এবার আবার ফ্যাশন শো তে অন্য লুকে দর্শকদের সামনে এলেন। সব মিলিয়ে একের পর এক চমক দিচ্ছেন অভিনেত্রী।
View this post on Instagram