বিনোদন

টানা ৭দিন পায়ে হেঁটে ভগবান অরিজিৎ সিং এর জিয়াগঞ্জের বাড়ি পৌঁছলেন ভক্ত দ্বীপ, ভাইরাল ভগবান ও ভক্তের গল্প

বর্তমানে চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসের প্রতি সোমবারই মহাদেবের ভক্তরা হাজির হয় মহাদেবের চরণে পূজো দেওয়ার জন্য। অনেক দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন মহাদেবের কাছে। অনেকেই নির্জলা উপোস করে সারা রাস্তা খালি পায় হেঁটে মহাদেবের কাছে আসে পুজো দিতে। মনের ভক্তি ভালোবাসা না থাকলে একজন ভক্ত হয়তো কখনোই এতটা অক্লান্ত পরিশ্রম করে আসতে পারেনা ভগবানের কাছে। এবারে সেরকমই এক ভগবানের দেখা পেতে এক ভক্ত ছুটে গিয়েছিল তার কাছে। না এখানে ভগবান মহাদেব নন। স্বয়ং অরিজিৎ সিং। ভক্তের নাম দীপ কুমার। টানা সাত দিন পায়ে হেঁটে তিনি পৌঁছে গিয়েছিলেন অরিজিৎ সিং এর দেশের বাড়ি জিয়াগঞ্জে। শুধুমাত্র একটা বার অরিজিৎ সিং কে দেখবেন বলে।

প্রায় ১১১ কিলোমিটার পায়ে হেঁটে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করতে এসেছে দীপ কুমার। তাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেননি গায়ক অরিজিৎ সিং। বর্তমান সময়ে সকল এরই ভালোবাসার মানুষ তিনি শুধুমাত্র গায়ক বললে হয়তো ভুল হবে তিনি একজন মানুষের কাছে একেক রকম একেবারেই মাটির মানুষ তিনি। বলিউডের আর পাঁচজন গায়ক গায়িকা বা সেলিব্রিটিদের মতন নেই অহংকার, নেই দম্ভ। সকলের সাথে সমানভাবে সাধারণ ভাবে মিশে যান তিনি। বেশিরভাগ সময়তেই থাকে একেবারে ছাপোসা সাধারণভাবে দেখা যায়। ছুটি পেলেই চলে আসেন নিজের জন্মভূমি জিয়াগঞ্জে। সেখানে অনেকটা সময় কাটান তিনি। তার ভক্ত সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। চারিদিকে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে। তার গানের গলায় মুগ্ধ গোটা দেশবাসী। ঐদিন ভক্ত দ্বীপের সঙ্গে প্রায় আধঘন্টা গল্প করেছিলেন অরিজিৎ সিং।

দ্বীপ জানিয়েছেন গত ২৬ শে জুলাই বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি। সারাদিনটা পায়ে হেঁটে রাত্রেবেলাটা কোন একটা ধাবায় কাটিয়ে পরের দিন সকালে আবার রওনা দেন। কারণ রাতে হাইওয়ে গুলিতে প্রচন্ড জোরে গাড়ি চড়ে তাই সেই রিস্ক আর না নিয়ে পাশের কোন এক ধাবায় রাত কাটাতেন সকাল হতেই রওনা দিয়ে দিতেন আবার। এভাবেই টানা সাত দিন হেঁটে তিনি পৌঁছে যান অরিজিৎ সিং এর কাছে জিয়াগঞ্জে।

অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার পর দীপ জানায় “ভাল লাগল। ভক্ত যেমন মনের ইচ্ছাপূরণ করতে পায়ে হেঁটে মন্দিরে যান, আমার সুরের প্রভুর কাছে আমি গিয়েছিলাম। আমার সঙ্গে অরিজিতের দেখাও হয়েছে। এটাই আমার শান্তি। অন্যদিকে আমি নিজেকেই প্রমাণ করলাম, ক্ষুদ্র হলেও আমি ওঁর ভক্ত, যে এত কিলোমিটার পায়ে হেঁটে এসেছে।”

Related Articles

Back to top button