বিনোদন

রাতভোর প্রবল যন্ত্রণা সহ্য করে অবশেষে ভারতী সিং ও হর্ষ এর বাড়িতে এলো ছোট খুদে! সম্পূর্ণ জার্নি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতী

অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসানের পালা এবার! ভারতী ও হর্ষের কোল আলো করে বাড়িতে রাজকুমারের আগমন ঘটেছে। এবার বিখ্যাত কৌতুক অভিনেত্রী ভারতী সিং জন্ম দিয়েছেন এক খুদে বাচ্চার। একজন গর্ভবতী মা হিসেবে যিনি নজির তৈরি করেছিলেন সারা দেশের কাছে।

আরও পড়ুন: “সিনেমা মাফিয়ারা তাঁকে হিংসা করেন, তিনি যাতে ব্যর্থ হন তারজন্য সবরকম চেষ্টা করেছিল,”- ফের বলিউডের অভিনেতার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাউতের!

সম্পুর্ণ নয় মাস ধরে তিনি কাজ চালিয়ে গেছেন এই অবস্থাতেও তিনি ছুটি নেননি কাজ থেকে। তাঁদের একটি ব্লগের চ্যানেলে এই সম্পূর্ণ সফর শেয়ার করেছেন ভারতী। হাসপাতালে যাওয়ার দু দিন আগে থেকে দর্শকদের সামনে সমস্ত যাত্রার কথা শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছিল ডেলিভারির দু দিন আগে থেকে ভারতীর পিঠে প্রচন্ড ব্যথা হলেও তিনি পরিবারকে চিন্তা দিতে চাননি তাই সেসব কথা লুকিয়ে রেখেছিলেন। এত অসম্ভব মন জোর তাঁর যে ডেলিভারির আগের দিনও তিনি শুটিং ফ্লোরে গিয়েছিলেন। যদিও তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন সেদিন ব্যথা হলেও সেই ব্যথা তিনি সম্পূর্ণ মনের জোরে সহ্য করে শুটিং করেছেন। এমন নজির বোধহয় এর আগে কেউ করে দেখায়নি।

তারপরেই আসে হাসপাতালে যাওয়ার সেই সময় যখন তাঁকে ভীষণ নার্ভাস দেখাচ্ছিল। হাসপাতালের দিকে যাওয়ার সময় তিনি দর্শকদের জানিয়েছেন, ওটাই ছিল তাঁর জীবনের সবথেকে বড় শুটিং এর কাজ। গাড়িতে থাকাকালীন তাদের দুজন কেই বেশ উত্তেজিত ও চিন্তিত দেখাচ্ছিল। ভারতী হাসপাতালে যাওয়ার সময় ব্যাগে ইতিমধ্যেই ছেলে ও মেয়ের উভয়ের জামাই রেখেছিলেন। সেইসঙ্গে খুব উৎসুক ছিলেন তাদের জীবনে কে আসতে চলেছে ছেলে না মেয়ে একথা জানার জন্য।

আরও পড়ুন: “RRR” ছবি বক্স অফিসে একেবারে সুপারহিট! খুশি হয়ে ছবির টেকনিশিয়ানদের ১৮ লাখ টাকার সোনার কয়েক উপহার রামচরনের!

পরিবার যাতে ভয় না পায় সেকারণে তারা দুজনে একসাথে সিদ্ধান্ত নিয়ে পরিবারের কাছে হাসপাতালে যাওয়ার কথাও জানায়নি। লেবার রুমে পৌঁছনোর পর পরিবারকে খবর দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। হাসপাতালে পৌঁছনোর পর যদিও ভারতী যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি হাসপাতালে পৌঁছনোর পর রীতিমতো ভয় পেয়ে কান্নাকাটি করতে শুরু করে দেন। ভারতী ও হর্ষ এরপরে হাসপাতালে পৌঁছে যান এবং ভারতী কে বলতে শোনা গিয়েছিল তিনি যন্ত্রণায় খুব চিৎকার করে কেঁদেছিলেন। তারপরেই ভোর সাড়ে চারটার দিকে খুব বেশি যখন ব্যথা ওঠে তখন খুব তিনি মা কে মিস করেছিলেন বলে জানিয়েছেন। সারা রাত্রি এভাবে কষ্ট সহ্য করে অবশেষে তিনি সন্তানের জন্ম দেন। একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন ভারতী।

Related Articles

Back to top button